TRENDING:

FASTag Annual Pass: একবার রিচার্জেই সারা বছর নিশ্চিন্ত! FASTag-এর বার্ষিক পাস পেতে কী করতে হবে? কীভাবে কিনবেন? কী কী সুবিধা পাবেন জেনে নিন

Last Updated:
FASTag Annual Pass: FASTag বার্ষিক পাস চালু হল প্রাইভেট গাড়ির জন্য। ন্যাশনাল হাইওয়েতে সহজে যাতায়াত সম্ভব হবে, টোল দিতে বারবার রিচার্জ লাগবে না।
advertisement
1/11
একবার রিচার্জেই সারা বছর নিশ্চিন্ত! FASTag-এর বার্ষিক পাস পেতে কী করতে হবে?
১৫ অগাস্ট থেকেই প্রাইভেট গাড়ি, জিপ এবং ভ্যানের জন্য অ্যানুয়াল হাইওয়ে টোল পাস রোল আউট শুরু হয়ে গিয়েছে। এর এক দিন আগেই কেন্দ্রীয় সরকারের তরফে FASTag-ভিত্তিক বার্ষিক পাসের জন্য প্রি-বুকিং উইন্ডো খোলা হয়েছিল। এখানে ব্যবহার করা হবে Radio Frequency Identification (RFID) প্রযুক্তি। আর সেই প্রযুক্তি ব্যবহার করেই গাড়ির সঙ্গে লিঙ্ক করা প্রিপেড অ্যাকাউন্ট থেকে টোল চার্জ আপনাআপনি কেটে নেওয়া হবে। তাহলে এই বার্ষিক পাসের বিষয়ে সমস্ত তথ্য জেনে নেওয়া যাক।
advertisement
2/11
FASTag অ্যানুয়াল পাস কী? এটি একটি প্রিপেড পাস। শুধুমাত্র অবাণিজ্যিক বা নন-কমার্শিয়াল প্রাইভেট গাড়ির জন্য এটি প্রযোজ্য হবে। এই গাড়িগুলির মধ্যে অন্যতম হল - গাড়ি, জিপ এবং ভ্যান। এর ফলে National Highway দিয়ে অনায়াসে যাতায়াত করতে পারবেন পথচারীরা। আর টোল পেমেন্ট করার জন্য বারবার FASTag কার্ড রিচার্জ করতে হবে না তাঁদের।
advertisement
3/11
এই বার্ষিক পাস কোথায় ব্যবহার করা যাবে? এটি শুধুমাত্র National Highway (NH) এবং National Expressway (NE) ফি প্লাজার ক্ষেত্রেই প্রযোজ্য থাকবে। যদি হাইওয়ে অথবা এক্সপ্রেসওয়ে রাজ্য অথবা প্রাইভেট হয়, তাহলে বার্ষিক FASTag পাসের সাহায্যে যাতায়াতকারীরা ফ্রি এন্ট্রি পাবেন না।
advertisement
4/11
এই পাস কোথা থেকে পাওয়া যাবে? Rajmarg Yatra অ্যাপে পাওয়া যাবে ওই বার্ষিক পাস অ্যাক্টিভেশনের জন্য একটি ডেডিকেটেড লিঙ্ক। এর পাশাপাশি National Highways Authority of India (NHAI) এবং Ministry of Road Transport and Highways (MoRTH)-এর অফিসিয়াল ওয়েবসাইটেও পাওয়া যাবে সেই লিঙ্কটি।
advertisement
5/11
পাসটি কীভাবে অ্যাক্টিভেট হবে? পাসটি অ্যাক্টিভেট করতে গাড়ির চালককে নিজের গাড়ি এবং তার FASTag ভেরিফাই করতে হবে। এরপরে তাঁকে ৩০০০ টাকা দিতে হবে। পেমেন্ট করার মাত্র ২ ঘণ্টার মধ্যেই এটি অ্যাক্টিভেট হয়ে যাবে। এরপর সেটি ১ বছরের জন্য ব্যবহার করা যাবে। রাজ্য সরকার অথবা স্থানীয় কর্তৃপক্ষ দ্বারা পরিচালিত এক্সপ্রেসওয়ে এবং State Highways (SH)-তে থাকা ফি প্লাজাগুলিতে এই FASTag রেগুলার হিসেবে থাকবে। আর অ্যাপ্লিকেবল ইউজার ফি চার্জ লাগু হতে পারে।
advertisement
6/11
বিদ্যমান ব্যবহারকারীদের কি নতুন FASTag নিতে হবে? সড়ক পরিবহণ এবং হাইওয়ে মন্ত্রকের তরফে জানানো হয়েছে যে, যাঁদের গাড়িতে ইতিমধ্যেই FASTag করা রয়েছে, তাঁদের আর নতুন FASTag কিনতে হবে না। ব্যবহারকারী নিজের বিদ্যমান গাড়িতে এই পাস অ্যাক্টিভেট করতে পারবেন। যদিও বার্ষিক পাস নেওয়ার জন্য FASTag-এর KYC করাতে হবে।
advertisement
7/11
বার্ষিক পাস ব্যবহার করে কতগুলি ট্রিপ করা যাবে? FASTag অ্যানুয়াল পাসটি এক বছরের জন্য ভ্যালিড থাকবে। অথবা তা ২০০টি ট্রিপের অনুমতি দেবে। এক বছর অথবা ২০০টি ট্রিপ শেষ হলে এটি আগের মতো কাজ করতে শুরু করবে।
advertisement
8/11
কারা এই পাস পাবেন না? যদি চ্যাসিস নম্বর ব্যবহার করার ক্ষেত্রে রেজিস্টার্ড থাকে যাতায়াতকারীর FASTag, তাহলে তিনি এই পাস পাবেন না। এর জন্য যাতায়াতকারীকে Vehicle Registration Number (VRN) আপডেট করতে হবে। আর মোবাইল নম্বরও আপডেট করতে হবে।
advertisement
9/11
একটি বার্ষিক পাস নেওয়ার উপকারিতা কী কী? এই বার্ষিক পাস নিলে একজন যাতায়াতকারী ৫০০০ থেকে ৭০০০ টাকা পর্যন্ত টোল ট্যাক্স বাঁচাতে পারবেন। আর ট্রিপের মাঝখানে রিচার্জের প্রয়োজনও হবে না।
advertisement
10/11
বার্ষিক FASTag পাস কি অন্য গাড়িতে ট্রান্সফার করা যাবে? না। এমনটা করলে পাস ব্ল্যাকলিস্টেড হয়ে যাবে।
advertisement
11/11
বার্ষিক পাস নেওয়া কি বাধ্যতামূলক? না।
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
FASTag Annual Pass: একবার রিচার্জেই সারা বছর নিশ্চিন্ত! FASTag-এর বার্ষিক পাস পেতে কী করতে হবে? কীভাবে কিনবেন? কী কী সুবিধা পাবেন জেনে নিন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল