TRENDING:

FASTag Rule: পুরনো FASTag কি অচল হয়ে গেল? ১৫ অগাস্ট থেকে বার্ষিক পাস আসছে বাজারে! কত টাকা খরচ করতে হবে? কী সুবিধা?

Last Updated:
FASTag Annual Pass: আগামী ১৫ অগাস্ট থেকে মিলতে চলেছে ৩০০০ টাকার FASTag অ্যানুয়াল পাস, কারা পাবেন এটি? আর কীভাবেই বা পাবেন? জেনে নিন সমস্ত খুঁটিনাটি
advertisement
1/6
পুরনো FASTag কি অচল হয়ে গেল? ১৫ অগাস্ট থেকে বার্ষিক পাস আসছে বাজারে! কত টাকা খরচ করতে হবে?
ভারতের ইলেকট্রনিক টোল কালেকশন সিস্টেম FASTag খুব শীঘ্রই আরও সুবিধাজনক হয়ে উঠতে চলেছে। এর ফলে ব্যবহারকারীরা পেয়ে যাবেন এক বছরের জন্য একটি অ্যানুয়াল পাস। গত সপ্তাহেই সড়ক পরিবহণ এবং হাইওয়ে মন্ত্রকের তরফে ঘোষণা করা হয়েছিল যে, ভারতীয় হাইওয়ে দিয়ে নির্ঝঞ্ঝাটে ভ্রমণ করার জন্য একটি FASTag Annual Pass রোল-আউট করছে তারা।
advertisement
2/6
জানা গিয়েছিল যে, এই FASTag-ভিত্তিক Annual Pass-এর দাম হবে মাত্র ৩০০০ টাকা। আগামী ১৫ অগাস্ট ২০২৫ তারিখ থেকে এটি কিনতে পারবেন গ্রাহকরা। মূলত গাড়ি, জিপ এবং ভ্যানের মতো অ-বাণিজ্যিক প্রাইভেট বা ব্যক্তিগত যানবাহনের জন্যই এই Annual FASTag Pass ব্যবস্থা আনা হচ্ছে।
advertisement
3/6
পাস যেদিন অ্যাক্টিভ হবে, সেই দিন থেকে ১ বছর পর্যন্ত অথবা ২০০টি ট্রিপ পর্যন্ত টোল-ফ্রি ভ্রমণ করতে পারবেন যাতায়াতকারীরা। National Highways Authority of India (NHAI) দ্বারা পরিচালিত টোল প্লাজাগুলিতেই শুধুমাত্র কাজ করবে এই FASTag Annual Pass। এর অর্থ হল, এই পাস-হোল্ডারদের রাজ্যের হাইওয়ে, বেসরকারি-চালিত টোল রোড এবং রাজ্য-চালিত এক্সপ্রেসওয়েতে টাকা দিতে হবে।
advertisement
4/6
FASTag Annual Pass কোথায় মিলবে? আগামী ১৫ অগাস্ট থেকে এই Annual Pass পাওয়া যাবে। এটি পাওয়ার জন্য যেতে হবে নিম্নলিখিত ওয়েবসাইটগুলিতে। ১. Rajmarg Yatra অ্যাপ-এ | ২. NHAI (National Highways Authority of India) ওয়েবসাইটে | ৩. MoRTH (Ministry of Road Transport and Highways) ওয়েবসাইটে | তবে থার্ড পার্টি ওয়েবসাইট এবং পোর্টাল ব্যবহার করা চলবে না। তাহলে স্ক্যামের মুখে পড়তে পারেন।
advertisement
5/6
গুরুত্বপূর্ণ বিষয়: ১. FASTag Annual Pass পাওয়ার জন্য গাড়িটিকে নন-কমার্সিয়াল হতে হবে। এর পাশাপাশি গাড়ি অথবা জিপের মতো ব্যক্তিগত গাড়ির ক্ষেত্রেও এটি পাওয়া যাবে। ২. আগে থেকেই গাড়ির উইন্ডশিল্ডে অ্যাক্টিভ FASTag সাঁটানো থাকতে হবে। ৩. একটি বৈধ Vehicle Registration Number (VRN)-এর সঙ্গে গাড়ির FASTag লিঙ্ক করা থাকতে হবে। ৪. গাড়িটি ব্ল্যাকলিস্টেড হলে চলবে না। কিংবা গাড়ি নিয়ে কোনও রকম সমস্যা থাকা চলবে না। যাতায়াতকারীদের এটাও মনে রাখতে হবে যে, প্রতিটি বার্ষিক FASTag পাস একটি নির্দিষ্ট যানবাহনের সঙ্গে লিঙ্কড থাকবে এবং অন্য যানবাহনে ট্রান্সফার করা যাবে না।
advertisement
6/6
FASTag Annual Pass অনলাইনে অ্যাক্টিভেট করার উপায়: ১. প্রথমে FASTag অ্যাক্টিভ, ইনস্টলড এবং একটি বৈধ VRN-এ লিঙ্ক করা আছে কি না, সেটা নিশ্চিত করতে হবে। ২. Rajmarg Yatra মোবাইল অ্যাপ অথবা অফিসিয়াল NHAI ওয়েবসাইটে যেতে হবে। ৩. নিজের গাড়ির বিস্তারিত তথ্য এন্টার করতে হবে। এর মধ্যে অন্যতম হল রেজিস্ট্রেশন নম্বর এবং FASTag ID। ৪. ৩০০০ টাকার একটি সিঙ্গেল টাইম পেমেন্টের জন্য যে কোনও একটি পেমেন্ট অপশন বেছে নিতে হবে। ৫. ট্র্যানজ্যাকশন সফল হলে অ্যানুয়াল পাসটি অ্যাক্টিভেট হয়ে যাবে। ৬. FASTag রেজিস্টার্ড মোবাইল নম্বরে একটি SMS কনফার্মেশন আসবে।
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
FASTag Rule: পুরনো FASTag কি অচল হয়ে গেল? ১৫ অগাস্ট থেকে বার্ষিক পাস আসছে বাজারে! কত টাকা খরচ করতে হবে? কী সুবিধা?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল