FASTag Annual Pass: FASTag-এ বড় বদল আনল কেন্দ্র! একবার ৩ হাজার টাকার রিচার্জ তারপর সারা বছর নিশ্চিন্তি! কবে থেকে লাগু নতুন নিয়ম?
- Published by:Ananya Chakraborty
- Reported by:Trending Desk
Last Updated:
FASTag Annual Pass: এই FASTag-ভিত্তিক Annual Pass-এর দাম হবে মাত্র ৩০০০ টাকা। আগামী ১৫ অগাস্ট ২০২৫ তারিখ থেকে এটি কার্যকর হতে চলেছে।
advertisement
1/7

দেশের হাইওয়ে দিয়ে যাতায়াতকারীদের জন্য বুধবার এক গুরুত্বপূর্ণ খবর ঘোষণা করলেন সড়ক, পরিবহণ এবং হাইওয়ের কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গডকড়ি। তিনি জানালেন যে, যাঁরা হাইওয়ে দিয়ে যাতায়াত করেন, তাঁদের জন্য শীঘ্রই আনা হচ্ছে একটি FASTag-ভিত্তিক Annual Pass। যা যাতায়াতকারীদের একাধিক সুবিধা প্রদান করতে চলেছে।
advertisement
2/7
কেন্দ্রীয় মন্ত্রীর বক্তব্য, এই FASTag-ভিত্তিক Annual Pass-এর দাম হবে মাত্র ৩০০০ টাকা। আগামী ১৫ অগাস্ট ২০২৫ তারিখ থেকে এটি কার্যকর হতে চলেছে। মূলত গাড়ি, জিপ এবং ভ্যানের মতো অ-বাণিজ্যিক প্রাইভেট বা ব্যক্তিগত যানবাহনের জন্যই এই Annual FASTag Pass ব্যবস্থা আনা হচ্ছে।
advertisement
3/7
Annual FASTag Pass-এর মধ্যে কী কী অন্তর্ভুক্ত থাকতে চলেছে? দাম: ৩০০০ টাকা | বৈধতা বা ভ্যালিডিটি: অ্যাক্টিভেশনের দিন থেকে ১ বছর পর্যন্ত অথবা ২০০টি ট্রিপ পর্যন্ত (যেটা আগে হবে) | কোন কোন যানবাহনের ক্ষেত্রে মিলবে এই সুবিধা: শুধুমাত্র প্রাইভেট, অ-বাণিজ্যিক যানবাহন | কভারেজ: ভারতের সমস্ত ন্যাশনাল হাইওয়ে-তে
advertisement
4/7
কোথায় গিয়ে অ্যাক্টিভেট করাতে হবে নতুন এই Pass? খুব শীঘ্রই গাড়ির চালকরা Annual Pass অ্যাক্টিভেট এবং রিনিউ করতে সক্ষম হবেন। এর জন্য ব্যবহার করতে হবে একটি বিশেষ লিঙ্ক। যা পাওয়া যাবে: ১. Rajmarg Yatra অ্যাপ-এ | ২. NHAI (National Highways Authority of India) ওয়েবসাইটে | ৩. MoRTH (Ministry of Road Transport and Highways) ওয়েবসাইটে
advertisement
5/7
কেন এই Pass যাতায়াতকারীদের জন্য গুরুত্বপূর্ণ? ১. নতুন এই ব্যবস্থা আসার ফলে বারবার থামার বা গাড়ি থামানোর প্রয়োজন হবে না। আর ৬০ কিলোমিটার ব্যাপ্তির মধ্যে থাকলে টোল প্লাজায় টাকা দেওয়ারও ঝক্কি থাকবে না। ২. এই Pass-টি খরচের দিক থেকেও বেশ সাশ্রয় করবে। আর হাইওয়ে দিয়ে যাতায়াতের ক্ষেত্রে যাতায়াতকারী বা গাড়ির চালকদের অনেকটাই সুবিধা দেবে।
advertisement
6/7
৩. এই Pass-এর জন্য যানজট বা ট্র্যাফিক জ্যামের সমস্যা অনেকটাই হ্রাস করা যাবে। সেই সঙ্গে টোল বুথে লম্বা লাইনও পড়বে না। ৪. টোল সংগ্রহ বা টোল কালেকশন সংক্রান্ত বিষয়ে হওয়া ঝামেলাও অনেকটাই কমিয়ে দেবে এই Pass।
advertisement
7/7
সব শেষে এটাই বলা যায় যে, নতুন এই Annual FASTag Pass-এর সাহায্যে হাইওয়ে দিয়ে যাতায়াত বা ভ্রমণের ঝক্কি অনেকটাই কমিয়ে দিচ্ছে সরকার। আর এর ফলে গ্রাহক বা যাতায়াতকারীদের খরচও অনেকটাই সাশ্রয় হবে।