Viral Fan Hack: ভ্যাপসা গরমে ফ্যান থেকেই বেরোবে এসির মতো কনকনে ঠান্ডা হাওয়া! প্লাস্টিকের বোতলেই কামাল, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল তুখোড় আইডিয়া
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
Viral Fan Hack: ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় তোলপাড় ফেলে দিয়েছে এই দুর্ধর্ষ আইডিয়া। হু হু করে ভাইরাল ভিডিও। যেখানে খুব ছোট্ট হ্যাককে কাজে লাগিয়ে সাধারণ ফ্যানের হাওয়াকেই তিনি বানিয়ে ফেলেছেন একেবারে এসির মতো ঠাণ্ডা হাওয়া
advertisement
1/9

প্রবল গরমে হাঁসফাঁস অবস্থা। অসহ‍্যকর গরমে ফ‍্যানের হাওয়াও যেন আগুনের মতো গরম। এমন পরিস্থিতিতে শান্তির জন‍্য ভরসা কেবল এসি কিংবা কুলার।
advertisement
2/9
কিন্তু এসি হোক বা কুলার, দুয়েরই দাম অনেক বেশি। সাধারণ মধ‍্যবিত্তের পক্ষে এসি কেনা প্রায় সাধ‍্যের বাইরে। আবার এসি শুধু কিনলেই খরচা শেষ হয়না।
advertisement
3/9
এসি চালানো মানেই চড়চড়িয়ে বাডতে থাকবে বিদ‍্যুতের বিল। কুলারের চালালেও মাত্রাতিরিক্ত বিদ‍্যুতের খরচ হয়। ফলে কারেন্টের বিল দিতে গিয়ে ফের ছ‍্যাঁকা মধ‍্যবিত্তের হাতে।
advertisement
4/9
কিন্তু এমন কোনও উপায় রয়েছে কি যাতে সাধারণ ফ‍্যানকেই বানিয়ে ফেলা যায় দিব‍্যি এসি, কুলার! শুনে অসম্ভব মনে হলেও এমন কাণ্ডই করে দেখিয়েছেন এক ব‍্যক্তি।
advertisement
5/9
ইতিমধ‍্যেই সোশ‍্যাল মিডিয়ায় তোলপাড় ফেলে দিয়েছে এই দুর্ধর্ষ আইডিয়া। হু হু করে ভাইরাল ভিডিও। যেখানে খুব ছোট্ট হ‍্যাককে কাজে লাগিয়ে সাধারণ ফ‍্যানের হাওয়াকেই তিনি বানিয়ে ফেলেছেন একেবারে এসির মতো ঠাণ্ডা হাওয়া
advertisement
6/9
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে যে, ছাদের সিলিং ফ্যানের পাশে একটি জলের বোতল ভাল করে আটকে দেওয়া হয়েছে। বোতলে ছোট্ট ফুটো করা। এবার ওই ফুটো দিয়ে ফোঁটা ফোঁটা জল পড়ছে সিলিং ফ‍্যানে।
advertisement
7/9
জলের ছিটে পড়ার কারণে স্বাভাবিকভাবেই সাধারণ ফ‍্যানের হাওয়াই অনেকটা বেশি ঠান্ডা হচ্ছে বলেই দাবি করা হয়েছে ওই ভিডিওতে।
advertisement
8/9
তবে, এই পদ্ধতি বেশ বিপজ্জনকও হতে পারে, কারণ ফ্যানে বিদ্যুৎ এবং তার পাশে পানি এই দুটি মিলে একটি প্রাণঘাতী কম্বিনেশন তৈরি করতে পারে, যা সেখানে উপস্থিত লোকদের জন্য বড় বিপদ হতে পারে।
advertisement
9/9
তাই উপায় দারুণ হলেও এই উপায় বাস্তবায়িত করার আগে সতর্ক থাকা প্রয়োজন। নিজে না করে ইলেকট্রিশিয়নের সঙ্গে পরামর্শ করে তবেই করা উচিত।