TRENDING:

ভুল করে ১৫ লক্ষ ইউজারের ইমেল আইডি আপলোড করল Facebook

Last Updated:
advertisement
1/6
ভুল করে ১৫ লক্ষ ইউজারের ইমেল আইডি আপলোড করল Facebook
১৫ লক্ষ ইউজারের ইমেল আইডি আপলোড হয়েছে Facebook-কে। আর ঘুণাক্ষরেও টের পাননি ইউজাররা। তবে Facebook অবশ্য বলছে, অনিচ্ছাকৃতভাবে তারা এটা করেছে।
advertisement
2/6
২০১৬ সালের মে মাসের পর থেকে নতুন ফেসবুক ব্যবহারকারীদের ই–মেইল কন্টাক্ট লিস্ট আপলোড করেছে। এখন পর্যন্ত ১৫ লাখ ফেসবুক ব্যবহারকারীর কন্টাক্ট লিস্ট আপলোড করার কথাও বলা হচ্ছে।
advertisement
3/6
ফেসবুক কর্তৃপক্ষ বলছে, অনিচ্ছাকৃতভাবেই ওই কন্টাক্ট লিস্ট আপলোড করা হচ্ছিল। তবে এখন তা মুছে ফেলা হচ্ছে।
advertisement
4/6
এদিকে বিজনেস ইনসাইডারের এক প্রতিবেদনে বলা হয়েছে, কেউ যদি নতুন অ্যাকাউন্ট খোলার সময় ই–মেইল পাসওয়ার্ড দেয়, তবে সেখানে একটি বার্তা দেখতে পাওয়া যায়। যেখানে ফেসবুক কন্টাক্ট লিস্ট স্থানান্তর করার জন্য অনুমতি চায়।
advertisement
5/6
সম্প্রতি এক নিরাপত্তা গবেষক লক্ষ্য করেন, ফেসবুক কর্তৃপক্ষ কিছু কিছু ফেসবুক ব্যবহারকারীর ক্ষেত্রে ই– মেইলের পাসওয়ার্ড দিতে বলছে। নতুন অ্যাকাউন্ট খুলে তাদের পরিচিতি শনাক্ত করার সময় ই–মেইলের পাসওয়ার্ড জানতে চাইছে। গবেষকেরা এ বিষয়টির ব্যাপক নিন্দা করেন।
advertisement
6/6
বিশ্লেষকেরা মনে করছেন, বেশ কিছুদিন ধরে সমালোচনার মুখে থাকা ফেসবুকের জন্য প্রাইভেসি নিয়ে এটি আরেকটি বড় ধাক্কা হতে পারে।
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
ভুল করে ১৫ লক্ষ ইউজারের ইমেল আইডি আপলোড করল Facebook
Open in App
হোম
খবর
ফটো
লোকাল