আপনার Facebook প্রোফাইলে কে ঘন ঘন নজর রাখে? জেনে যাবেন এই সহজ উপায়ে
- Published by:Suman Majumder
Last Updated:
Facebook settings: কে বা কারা ঘন ঘন আপনার ফেসবুক প্রোফাইল খুলে দেখে! জেনে নিতে পারবেন এই সহজ উপায়ে।
advertisement
1/5

ফেসবুকে অনেকেই অন্যের প্রোফাইলে গোয়েন্দাগিরি করেন। ঘন ঘন নজর রাখেন অন্যের প্রোফাইলে। কিন্তু এই ব্যাপারে কোনও নোটিফিকেশন ফেসবুক থেকে পাওয়া যায় না।
advertisement
2/5
তবে আপনি চাইলেই জানতে পারবেন, কে আপনার প্রোফাইলে নজর রাখছ! তবে সেটা মোবাইলে হবে না। এর জন্য আপনার ল্যাপটপ বা ডেস্কটপ দরকার হবে।
advertisement
3/5
প্রথমে ব্রাউজার-এ গিয়ে আপনার ফেসবুক প্রোফাইলে লগ ইন করুন। তার পর দেখবেন অনেকগুলো অপশন দেখাচ্ছে।
advertisement
4/5
প্রোফাইলে ঢুকে রাইট মাউস ক্লিক করুন। সেখানে তালিকা থেকে View Page Source অপশনে ক্লিক করুন। CTRL+U-এর মাধ্যমেও সেই অপশন পেতে পারেন।
advertisement
5/5
এর পরে আপনাকে CTRL+F-এর মাধ্যমে BUDDY_ID অনুসন্ধান করতে হবে। এর পরে আপনি তার পাশে ১৫টি সংখ্যা পাবেন। সেটি কপি করতে হবে। কপি করার পর ডিজিটটি https://www.facebook.com/ এর সামনে বসাতে হবে। এর পর দেখতে পাবেন কে আপনার প্রোফাইল ঘন ঘন ভিজিট করে!