Facebook Pay: এবার WhatsApp আর Instagram-এর সাহায্যেও করুন টাকার লেনদেন
Last Updated:
এই নতুন ফিচারের মাধ্যমে ফেসবুক, Instagram, Messenger আর WhatsApp-এর সাহায্যেও পেমেন্ট করা সম্ভব।
advertisement
1/7

Facebook লঞ্চ করল নিজের পেমেন্ট সার্ভিস - ফেসবুক পে (Facebook Pay)। এবার এর মাধ্যমে ফেসবুক, Instagram, Messenger আর WhatsApp-এর সাহায্যেও পেমেন্ট করা সম্ভব
advertisement
2/7
ফেসবুক নিজের ব্লগে জানিয়েছে যে এর জন্য ইউজারকে সিকিউরিটি অপশন দেওয়া হবে, যাতে PIN আর Biometric (ফিঙ্গারপ্রিন্ট)-এর মতো সুবিধা পাওয়া যাবে।
advertisement
3/7
জানা গিয়েছে যে Facebook Pay ট্রানজেকশনের জন্য সিঙ্গাল সিস্টেম উপলব্ধ করাযাবে। যার মানে এটা যে এতে ইউজারদের ডেটা যেমন ক্রেডিট কার্ডের ডিটেল সেফ থাকবে।
advertisement
4/7
ব্লগে জানান হয়েছে যে Facebook Pay কিছু বিশেষ ক্রেডিট আর ডেবিট কার্ডই সাপোর্ট করবে। এর মধ্যে PayPal-ও রয়েছে। ফেসবুক পে কিন্তু Libra Network-এর Calibra Wallet (ডিজিটাল টাকা) থেকে আলাদা।
advertisement
5/7
শুরুতে ইউনিফাইড পেমেন্ট সার্ভিস পাওয়া যাবে শুধুমাত্র ফেসবুক আর Messenger-এ। ফেসবুক আর Messenger-এ ফেসবুক পেমেন্ট ব্যাবহার করার জন্য সাবার আগে সেটিংস-এ যেতে হবে।
advertisement
6/7
এর পর পেমেন্ট মেথড সিলেক্ট করতে হবে। এবার আপনি যখন ট্রানজেকশন করবেন তখন ফেসবেক পে সিলেক্ট করে নিন।
advertisement
7/7
এই মুহূর্তে এই সার্ভিসটি শুধুমাত্র US-তে লঞ্চ করা হয়েছে।