TRENDING:

Facebook Messenger: ফেসবুক মেসেঞ্জারে বন্ধ হবে এই ফিচার! অসুবিধায় পড়বেন ব্যবহারকারীরা, বিস্তারিত জানুন

Last Updated:
Facebook Messenger: ফেসবুক মেসেঞ্জার সম্প্রতি তার সাপোর্ট পেজের মাধ্যমে আপডেট শেয়ার করেছে। সেখানে জানানো হয়েছে যে, এই এসএমএস সাপোর্ট আগামী ২৮ সেপ্টেম্বর বন্ধ হতে চলেছে।
advertisement
1/7
ফেসবুক মেসেঞ্জারে বন্ধ হবে এই ফিচার! অসুবিধায় পড়বেন ব্যবহারকারীরা, বিশদে জানুন
বর্তমানে সবথেকে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম হল ফেসবুক। সময়ের সঙ্গে সঙ্গে ফেসবুকের জনপ্রিয়তা পাল্লা দিয়ে বেড়ে চলেছে। মেটার মালিকানাধীন এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বিভিন্ন ধরনের ফিচার রয়েছে।
advertisement
2/7
ইউজারদের কাছে নিজেদের আরও জনপ্রিয় করে তুলতে এবং নতুন ইউজারদের কাছে পৌঁছানোর জন্য ফেসবুক বিভিন্ন ধরনের ফিচার নিয়ে এসেছে। ফেসবুকের মেসেঞ্জার তেমনই একটি জনপ্রিয় ফিচার। এই মেসেঞ্জার এখনও ফেসবুকের ইউজারদের মধ্যে একটি জনপ্রিয় অ্যাপ। কিন্তু, জানা গিয়েছে যে আগামী মাসে ফেসবুকের মেসেঞ্জারে বন্ধ হতে চলেছে একটি ফিচার।
advertisement
3/7
ফেসবুকের মেসেঞ্জার প্ল্যাটফর্মটি সেপ্টেম্বরে মাসে একটি ফিচার হারাতে চলেছে। ফেসবুকের অনেকে ইউজারই হয়তো এটা জানেন না। মেসেঞ্জার অ্যাপটি অ্যান্ড্রয়েড ফোনে সেল নেটওয়ার্কের মাধ্যমে এসএমএস বার্তা পাঠানোর অনুমতি দিয়েছে। কিন্তু, সেই বিকল্পটি আগামী মাস থেকে বন্ধ হয়ে যাবে।
advertisement
4/7
ফেসবুক মেসেঞ্জার সম্প্রতি তার সাপোর্ট পেজের মাধ্যমে আপডেট শেয়ার করেছে। সেখানে জানানো হয়েছে যে, এই এসএমএস সাপোর্ট আগামী ২৮ সেপ্টেম্বর বন্ধ হতে চলেছে।
advertisement
5/7
অ্যান্ড্রয়েডে মেসেঞ্জার ইউজারদের জন্য একটি অ্যাপ আপডেটের মাধ্যমে এই ফিচার বন্ধ করা হবে। এই এসএমএস ফিচার ফেসবুকের মেসেঞ্জারকে জনপ্রিয় করে তুলেছে। কিন্তু আগামী মাস থেকে ইউজারদের সেলুলার নেটওয়ার্কের মাধ্যমে বার্তা পাঠাতে অ্যান্ড্রয়েডে প্রচলিত এসএমএস অ্যাপ ব্যবহার করতে হবে।
advertisement
6/7
মেটা দাবি করেছে যে, অ্যান্ড্রয়েড ইউজারদের আগামী মাসের এই তারিখের পরে এসএমএসের জন্য ডিফল্ট Google অ্যাপ ব্যবহার করা শুরু করতে হবে। মেসেঞ্জার অ্যান্ড্রয়েড অ্যাপের জন্য ২০১৬ সালে এসএমএস সমর্থন পেয়েছিল, যা অ্যাপলের iMessage এবং Google-এর বার্তা পরিষেবার সম্ভাব্য বিকল্প হিসাবে দেখা হয়েছিল। কিন্তু, ঐতিহ্যবাহী এই মেসেজিং পরিষেবাগুলির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করা সবসময়ই একটি কঠিন চ্যালেঞ্জ।
advertisement
7/7
এছাড়াও মেসেঞ্জার অ্যাপের ক্ষেত্রে বিভিন্ন পরিবর্তন করা হচ্ছে। কারণ মেটা ইনবক্স ফিচারটিকে মূল ফেসবুক অ্যাপে ফিরিয়ে নিয়ে যাচ্ছে। সংস্থাটি দাবি করেছে যে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রামের মতো তাদের মেসেজিং অ্যাপগুলিতে প্রতিদিন ১৪০ বিলিয়ন বার্তা পাঠানো হয়। মেসেঞ্জার থেকে মেসেজ চলে যাওয়ায়, মনে করা হচ্ছে অ্যাপটি আপাতত শুধুমাত্র ইউজারদের ফেসবুক বন্ধুদের সঙ্গে চ্যাট করার জন্য উপযোগী হয়ে থেকে যাবে।
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
Facebook Messenger: ফেসবুক মেসেঞ্জারে বন্ধ হবে এই ফিচার! অসুবিধায় পড়বেন ব্যবহারকারীরা, বিস্তারিত জানুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল