advertisement
1/6

সম্প্রতি Facebook Messenger এর ডিজাইন ঢেলে সাজানো হয়েছিল। ইতিমধ্যেই সেই ডিজাইন পৌঁছেছে গ্রাহকের মোবাইলে। (Photo collected)
advertisement
2/6
এখন তো এটা সবাই জানেন যে 'ডার্ক মোড’ ব্যাবহার করলে ফোনের ব্যাটারি বাঁচে আর চোখও ভালো থাকে। (Photo collected)
advertisement
3/6
গত বছর Messenger এ ডার্ক মোড নিয়ে আসার কথা জানিয়েছিল Facebook। এবার এই ডার্ক মোড পৌঁচেছে আপনার ফেসবুক মেসেঞ্জারেও। (Photo collected)
advertisement
4/6
এই মোড অ্যাক্টিভেট করতে চাইলে যে কোন চ্যাটে গিয়ে চাঁদের ইমজি পাঠাতে হবে। তারপর চাঁদের ইমজির বৃষ্টি হবে। (Photo collected)
advertisement
5/6
এরপর চ্যাটের উপরে ডার্ক মোড অন করার সেটিংস অপশন দেবে। এবার সেটিংস এ গিয়ে অন করউন। (Photo collected)
advertisement
6/6
আপানার ফেসবুক মেসেঞ্জারে ডার্ক মোড অন হয়ে যাবে। অ্যানড্রয়েড ও আইওস দুই প্ল্যাটফর্মেই এই ফিচার যোগ করেছে ফেসবুক।