এবার Facebook-এই চলবে অনলাইন কেনাকাটা, এল নয়া ফিচার
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
Last Updated:
লকডাউনে চলছে অনলাইনেই কেনাকাটা, ফেসবুক আনল নযা ফিচার 'শপস'
advertisement
1/5

এবার ই-কমার্স প্ল্যাটফর্মে পা রাখছে বিশ্বের সবচেয়ে বড় ও জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক (Facebook)। 'শপস' নামে নতুন যে ফিচারটি লঞ্চ করছে ফেসবুক। করোনা ভাইরাসের কারণে সৃষ্ট বৈশ্বিক সংকটে ক্ষুদ্র ব্যবসায়ীদের কথা মাথায় রেখে এই উদ্যোগ নিয়েছে ফেসবুক।
advertisement
2/5
ফেসবুকের প্রতিষ্ঠাতা ও সিইও মার্ক জাকারবার্গ একটি ফেসবুক পোস্টে জানিয়েছেন যে, ফেসবুক শপস-এর মাধ্যমে যেকোনও ক্ষুদ্র ব্যবসায়ী আমাদের অ্যাপ দিয়ে জিনিসপত্র সরাসরি সজেই বিক্রি করতে পাড়বে। আর নিজের ইচ্ছে মতো জিনিস এবং আনুষাঙ্গিক প্রদর্শন করতে পাড়বে। আপনি যদি কারও শপ ঘুরে দেখেন চান তাহলে আপনি তার ব্যবসায়িক ক্ষেত্রটি দেখতে পারবেন। দেখতে পারবেন তার পণ্যগুলো এবং সেইসঙ্গে অ্যাপের মাধ্যমে তা কিনতেও পারবেন।
advertisement
3/5
Facebook Shops-এর সাহায্যে একটি একক অনলাইন স্টোর তৈরি করা জয়া ফেসবুক আর ইনস্টাগ্রাম দুটোতেই আপলোড হবে। জেনে নিন কীভাবে কাজ করবে এই ফিচার
advertisement
4/5
চেকআউট ফিচারের সাহায্যে গ্রাহকরা in-app কেনাকাটা করতে পাড়বে, আর এর মেসেজিং ফিচারের মাধ্যমে গ্রাহকরা WhatsApp আর Instagram Direct সাহায্যে এই প্লাটফর্মে যে দোকানগুলি রয়েছে তাঁদের সঙ্গে কথা বলতে পাড়বে। ফেসবুক পেজ থেকে ‘Shops’ অপশন তৈরি করতে কোনও টাকা দিতে হবে না। শপসের বিজ্ঞাপন দিলে সেখান থেকে আয় হবে ফেসবুকের।
advertisement
5/5
জাকারবার্গ জানিয়েছেন, শপস ফিচারকে ধীরে ধীরে ওয়েব কমার্সে উন্নত করা হবে। একই সঙ্গে ফেসবুক পরিকল্পনা করছে চ্যাট উইন্ডোর মাধ্যমে ক্যাটালগ এবং কেনাকাটার সুযোগ সৃষ্টি করতে। লাইভ স্ট্রিম থেকেও যাতে কেনাকাটা করা যায় সেই চেষ্টাও চালাচ্ছে ফেসবুক।