TRENDING:

শেষ কবে আপনি সঙ্গম করেছেন? ফেসবুকের কাছেই রয়েছে তথ্য !

Last Updated:
ফেসবুক এটাও যানে যে শেষ কবে আ‌পনি যৌন সঙ্গম করেছেন
advertisement
1/9
শেষ কবে আপনি সঙ্গম করেছেন? ফেসবুকের কাছেই রয়েছে তথ্য !
সোশ্যাল মিডিয়া পপ্ল্যাটফর্মের জন্য আমাদের জীবনের অনেক কাজ সহজ হয়েগেছে। কিন্তু এর জন্য নষ্ট হয়েছে আমাদের জীবনের প্রাইভেসি। আপনি যদি জানতে পারেন যে ফেসবুক (Facebook)আপনার কতো সিক্রেট যানে, তা জানলে আপনি হয়রান হবেন।
advertisement
2/9
আপনার খুব কাছের বন্ধুও হয়তো যে সিক্রেট জানে না সেটাও যানে ফেসবুক। ফেসবুক এটাও যানে যে শেষ কবে আ‌পনি যৌন সঙ্গম করেছেন।
advertisement
3/9
কিছুদিন আগেই buzzfeednews-এ একটি রিপোর্ট ছাপা হয়েছিল, সেখানে বলা হয়েছিল যে মেনস্ট্রুয়েশন ট্র্যাকিং-এর জনপ্রিয় অ্যাপ Maya আর MIA এই গোপন খবর ফাঁস করার কাজ করছে। এই তথ্য জানিয়েছে ব্রিটেনের গোপনীয়তা বিষয়ক তদন্ত সংস্থা প্রাইভেসি ইন্টারন্যাশনাল।
advertisement
4/9
যাঁরা এই দু’টি অ্যাপ ব্যবহার করেন তাঁদের কোনও গোপন কথাই আর গোপন থাকবে না। Maya আর MIA অ্যাপ দু’টি মেনস্ট্রুয়েশন ট্র্যাকিং-এর কাজ করে। অনেকে এই অ্যাপের সাহায্যে গর্ভ ধারন করার সঠিক সময় জানার জন্যও ব্যবহার করে।
advertisement
5/9
তাই এই অ্যাপে আপনাকে যাবতীয় গোপন কথাই জানাতে হয়। আর সেই সব তথ্যই এই অ্যাপগুলো ফেসবুক ও অন্যান্যদের কাছে ফাঁস করে দেয়।
advertisement
6/9
রিসার্চে এটাও বলে হয়েছে যে এই অ্যাপের ডেভেলপাররা ফেসবুকের সফটওয়্যার ডেভেলপমেন্ট টিকের সাহায্যে অ্যাপগুলোর কিছু বিশেষ ফিচার আপডেট করে দেয়, যার ফলে তাঁরা সব ডেটা পেয়ে যায়।
advertisement
7/9
রিপোর্টে এটাও বলা হয়েছে যে এই অ্যাপে সেই ব্যবহারকারীরা নিজের গোপন তথ্য যেমন - কবে কবে তিনি যৌন সঙ্গম করছেন, কবে ঋতুচক্র শুরু হয়েছে, কোন ধরনের কনট্রাসেপটিভ ব্যবহার করেছেন অ্যাপে দিতে হবে।
advertisement
8/9
প্রাইভেস পলিসি সাইন করানোর আগেই এই সব তথ্য দিতে হয়। এভাবেই তৈরি করা হয়েছে অ্যাপ দু’টি। আর তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গেই সেই সব তথ্য ফেসবুককে পাঠিয়ে দেয়। এই অ্যাপ ব্যবহারকারীর মুড, যৌনেচ্ছা ইত্যাদিও জানাতে চায়, পরে এই ডেটা ব্যবহার করে গ্রাহকদের বিজ্ঞাপন দেখানও হয়।
advertisement
9/9
Maya অ্যাপটিকে প্লে স্টোর থেকে ডাউনলোড করা হয়েছে 50 লক্ষ বার আর MIA অ্যাপ ডাউনলোড করা হয়েছে 20 লক্ষ বার।
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
শেষ কবে আপনি সঙ্গম করেছেন? ফেসবুকের কাছেই রয়েছে তথ্য !
Open in App
হোম
খবর
ফটো
লোকাল