বদলে যাচ্ছে Facebook Messenger, খেলা যাবে না ইনস্ট্যান্ট গেম
Last Updated:
ফেসবুকের মূল অ্যাপে গেম ট্যাবে ওই ইনস্ট্যান্ট গেমগুলো অ্যাড করবে বলে জানা গেছে
advertisement
1/6

যারা ফেসবুকের মেসেঞ্জারে (Facebook Messenger) ইনস্ট্যান্ট গেম খেলতে পছন্দ, তাঁদের জন্য দুঃসংবাদ। এবার আর খেলা যাবে না ইনস্ট্যান্ট গেম। এবার ইনস্ট্যান্ট গেম যোগ হয়ে যাবে ফেসবুকের মূল অ্যাপে।
advertisement
2/6
এতোদিন ইউজাররা বন্ধুদের সঙ্গে চ্যাটিং আর গেম এক সঙ্গে খেলতে পারতেন। ফেসবুক বলেছে যে তাঁদের উদেশ্য মেসেঞ্জার অ্যাপকে আরও হালকা আর দ্রুত করার।
advertisement
3/6
এখনও ইউজাররা মেসেঞ্জারে লুডো, বাস্কেটবল, ওয়ার্ডস উইদ ফ্রেন্ডস ফ্র্যাঞ্জি, প্যাক-ম্যান আর স্পেস ইনভেডার খলতে পারবেন।
advertisement
4/6
এক ব্লগ পোস্টে ফেসবুকের গেম পার্টনারের গ্লোবাল ডিরেক্টর লিও ওলেবি জানান, ফেসবুকেই একটি ইনস্ট্যান্ট গেমিং অভিজ্ঞতা দিতে বিশেষ নজর দেওয়া হয়েছে। ম্যাসেঞ্জার খুব হালকা অবস্থায় থাকলে ব্যবহারকারীরা ভালো অভিজ্ঞতা পান। আর যেহেতু ম্যাসেঞ্জার অনেকে সময় খুব দ্রুত পরিবর্তন হয়, এজন্য ইনস্ট্যান্ট গেমগুলো তাই ফেসবুকের মূল অ্যাপে আনা হচ্ছে।
advertisement
5/6
ফেসবুকের মূল অ্যাপে গেম ট্যাবে ওই ইনস্ট্যান্ট গেমগুলো অ্যাড করবে বলে জানা গেছে। তবে ফেসবুক বিষয়টি খেলোয়াড়দের টাইমলাইনেই জানিয়ে দেবে বলে জানিয়েছে।
advertisement
6/6
তিনি আরও জানান, এই পরিবর্তন প্রক্রিয়ায় সামাজিক মাধ্যমটি তার ডেভেলপার এবং প্লেয়ারদের খুব ‘স্বাস্থ্যকর’ একটা প্লাটফর্ম উপহার দেবে।