ফেসবুক, ইন্সটাগ্রামে এ কী হল? বিশ্ব জুড়ে 'স্টপ'...! কেউ কোনও পোস্ট, কমেন্ট করতে পারছেন না! কেন জানেন?
- Published by:Tias Banerjee
Last Updated:
Facebook Instagram Outage: যুক্তরাজ্যে দুপুর ১টা (ভারতীয় সময় সন্ধ্যা ৬:৩০টায়) সমস্যা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। সেই সময় থেকেই বহু Facebook ব্যবহারকারী প্ল্যাটফর্মে সমস্যার সম্মুখীন হয়েছেন।
advertisement
1/6

Meta-র সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম Facebook এবং Instagram মঙ্গলবার বিশ্বব্যাপী বড় ধরনের বিভ্রাটের সম্মুখীন হয়েছে। বিশ্বের বিভিন্ন প্রান্তের ব্যবহারকারীরা জানিয়েছেন, অ্যাপ ও ওয়েবসাইট ঠিকমতো কাজ করছে না এবং তাঁরা কন্টেন্ট পোস্ট করতেও পারছেন না।
advertisement
2/6
Downdetector, যা বিভিন্ন প্ল্যাটফর্মের বিভ্রাট নিরীক্ষণ করে, সেখানে ব্যবহারকারীদের অভিযোগের ঢল নেমেছে। বেশিরভাগ অভিযোগ Instagram-এর মন্তব্য লোড না হওয়া এবং ব্যবহারকারীদের কমেন্ট পোস্ট করতে না পারা সংক্রান্ত।
advertisement
3/6
বিভ্রাট নিরীক্ষণের এই ওয়েবসাইট দেখিয়েছে যে, আজ যুক্তরাজ্যে দুপুর ১টা (ভারতীয় সময় সন্ধ্যা ৬:৩০টায়) সমস্যা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। সেই সময় থেকেই বহু Facebook ব্যবহারকারী প্ল্যাটফর্মে সমস্যার সম্মুখীন হয়েছেন।
advertisement
4/6
Instagram ব্যবহারকারীরা জানিয়েছেন, মূলত কমেন্টস সেকশনে সমস্যা হচ্ছে। অনেকেই জানিয়েছেন, তাদের পোস্টের মন্তব্য থাকলেও সেগুলো দেখা যাচ্ছে না।
advertisement
5/6
একজন ব্যবহারকারী লিখেছেন— "আমি মন্তব্য দেখি, কিন্তু যখন সেগুলোতে ক্লিক করি, তখন লেখা আসে ‘কোনও মন্তব্য নেই, কথোপকথন শুরু করুন’। যখন আমি মন্তব্য করি, তখন তা অদৃশ্য হয়ে যায়।"
advertisement
6/6
এখনও পর্যন্ত Meta-র পক্ষ থেকে এই বিভ্রাট নিয়ে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আসেনি।