ফেসবুকে বাড়ছে মৃত মানুষের সংখ্যা ! অক্সফোর্ডের নতুন গবেষণা চমকে দিতে পারে
Last Updated:
advertisement
1/5

প্রথমে ছিল অরকুট ৷ সোশ্যাল নেটওয়ার্কিয়ের হাতে খড়ি এই অরকুট থেকে ৷ তবে কালের নিয়মে নিজেকে বদলাতে না পেরে হঠাৎই ইন্টারনেট থেকে গায়েব অরকুট ৷ ঠিক ওই সময়ই ধীরে ধীরে হলেও জনপ্রিয় হয়ে উঠছে ফেসবুক ৷ জুকেরবার্গের হাত ধরে ফেসবুকের নিত্য-নতুন রদবদল তো বিশ্বে আলোড়ন তুলেছে ৷
advertisement
2/5
প্রথমে ফেসবুক আসে শুধুমাত্রই নতুন বন্ধু পাতানো ও পুরনো বন্ধু খোঁজার প্ল্যাটফর্ম হিসেবে ৷ তবে গত কয়েক বছরে ফেসবুক শুধুই আর বন্ধুত্বের জায়গায় রইল না, বরং সমাজ বদলের মূল হাতিয়ার, বলা ভালো সঠিক অর্থেই সোশ্যাল নেটওয়ার্কিং সাইট হয়ে দাঁড়াল ফেসবুক !
advertisement
3/5
ফেসবুকে মানুষের আচরণ, সোশ্যাল চেঞ্জ নিয়ে বহুদিন ধরেই নানা গবেষণায় ব্যস্ত অক্সফোর্ডের গবেষকরা ৷ তবে তাঁদের নতুন গবেষণা থেকে পাওয়া তথ্য রীতিমতো কপালে চিন্তার ভাঁজ আনার মতো !
advertisement
4/5
অক্সফোর্ডের নতুন গবেষণা অনুযায়ী, ট্রেন্ড বলছে আগামী কয়েক বছরের মধ্যে ফেসবুকে মৃতদের সংখ্যা বেড়েই চলবে ৷ আর এই হিসেবটি পাওয়া গিয়েছে, ফেসবুকে কোনও ব্যক্তির প্রোফাইল খোলার সময় ও তাঁর বয়স হিসেবে করেই ৷
advertisement
5/5
গবেষণা থেকে পাওয়া তথ্য অনুযায়ী, গত বছরের হিসেব অনুযায়ী, প্রায় ২১ হাজার মৃত ব্যক্তির ফেসবুক প্রোফাইল রয়েছে ৷ আর এই সংখ্যা বাড়ছে প্রত্যেক বছরই ৷ গবেষণা থেকে পাওয়া তথ্য অনুযায়ী, ২০৭০ সালের মধ্যে ফেসবুকে জীবিত মানুষের থেকে মৃতদের প্রোফাইলই সবচেয়ে বেশি থাকবে বলে মনে করা হচ্ছে ৷