টাকা পেমেন্ট না করেই বুক করুন ট্রেনের টিকিট ! IRCTC এর দারুণ অফার
Last Updated:
advertisement
1/6

আপনি ট্রেনের তিকিক বুক করতে চাইছেন কিন্তু আপনার কাছে টাকা নেই, ভাবছেন কি করবেন? এই পরিস্থিতিতে আপনি টিকিট বুক করতে পারবেন না। কিন্তু এখন আর টেনশন নেই। টাকা না থাকলেও ট্রেনের টিকিট এখন বুক করা সম্ভব। টিকিট এখন কাটুন আর ১৪ দিনের মধ্যে টাকা দিলেই হবে।
advertisement
2/6
IRCTC সঙ্গে হাথ মিলিয়ে অর্থসাস্ত্র প্রাইভেট লিমিটেড লঞ্চ করেছে ePayLater পরিষেবা। এই পরিষেবা ব্যাবহার করে আপনি IRCTC ওয়েবসাইট থেকে টিকিট কাটতে পারবেন আর ১৪ দিন পরে টাকা দতে পারবেন।
advertisement
3/6
যেই গ্রাহকরা এই পরিষেবা উপভোগ করতে চাইবেন তাঁদের 3.5 শতাংশ সার্ভিস চার্জ দিতে হবে। কিন্তু আপনি যদি ১৪ দিনের মধ্যে পেমেন্ট করে দেন তা হলে আপনাকে আতিরিক্ত সুদ দিতে হবে না।
advertisement
4/6
আপনি যদি সময় মতো লেনদেন করেন তা হলে ক্রেডিট কার্ডের লিমিটও বেড়ে যাতে পারে। টিকিট করার সময় আপনাকে একটা খেয়াল রাখতে হবে যে টিকিটের দাম যেন আপনার ক্রেডিট কার্ডের লিমিটের মধ্যে হয় আর সময় মত পেমেন্ট করতে হবে।
advertisement
5/6
আপনি যদি সময় মতো পেমেন্ট না করেন তা হলে টিকিটের দাম আপনার ক্রেডিট থেকে কেটে যাবে আর আপনি আর এই সুবিদার লাভ করতে পারবেন না।
advertisement
6/6
এই সুবিদা নেওয়ার জন্য আপনাকে আগে ePayLater-এর ওয়েবসাইটে গিয়ে নিজেকে রেগিস্টার করে হবে। এরপর আপনি জকগ্ন টিকিট কারবেন আপনাকে ePayLater অপশনটি সিলেক্ট করতে হবে।