Air Cooler: ‘বিদ্যুত্ ছাড়াও’ দিব্যি চলবে কুলার! লোডশেডিংয়েও ঘর থাকবে কনকনে ঠান্ডা, দাম এত কম? শুনলে বিশ্বাস হবে না
- Published by:Ankita Tripathi
- local18
Last Updated:
Electricity Bill Saving Tips: কুলার বা এসির জন্য অত্যধিক ইলেকট্রিসিটির বিল সমস্যা বাড়াচ্ছে মধ্যবিত্তের। কিন্তু কুলার দিব্যি চলবে, অথচ বিদ্যুতের খরচের চিন্তা করতে হবে না, এমনও কী সম্ভব? এমনটাই সম্ভব করে দেখিয়েছেন ড: অজয় শঙ্কর মিশ্র।
advertisement
1/9

প্রতি বছর আরও চড়ছে তাপমাত্রার পারদ। এই বছরই ভয়ঙ্কর গরমে নাজেহাল হয়েছে দেশবাসী। কিছুদিন আগেও মাত্রাছাড়া গরমে পুড়েছে কলকাতা। মাঝে বৃষ্টির আগমণে তাপপ্রবাহ সামান্য থিতু হলেও, বৃষ্টি না হলেই ফের ঝলসে যাচ্ছে প্রকৃতি।
advertisement
2/9
অসহ্য গরমে একমাত্র ভরসা এসি নয়তো কুলার। কিন্তু এসি, কুলারের একটি বড় সমস্যা হল অত্যধিক বিদ্যুতের খরচ। কুলার বা এসি চালালেই হু হু করে বেড়ে যায় বিদ্যুতের বিল।
advertisement
3/9
কুলার বা এসির জন্য অত্যধিক ইলেকট্রিসিটির বিল সমস্যা বাড়াচ্ছে মধ্যবিত্তের। কিন্তু কুলার দিব্যি চলবে, অথচ বিদ্যুতের খরচের চিন্তা করতে হবে না, এমনও কী সম্ভব? এমনটাই সম্ভব করে দেখিয়েছেন ড: অজয় শঙ্কর মিশ্র। ড: মিশ্র সাগর বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিদ্যা বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক।
advertisement
4/9
মধ্যপ্রদেশের ড: অজয় শঙ্কর মিশ্র তৈরি করেছেন একটি বিশেষ ধরণের কুলার। নাম দিয়েছেন ‘নমো কুলার’। এই কুলারের বিশেষত্ত্ব হল বিদ্যুত্ ছাড়াই চলতে পারে এই কুলার। ইনভার্টারের সঙ্গে জুড়েও চালাতে পারবেন। দামও খুবই কম।
advertisement
5/9
এই কুলারের সৃষ্টিকর্তা স্বয়ং জানালেন এই কুলারের আরও দুটি বড় সুবিধা রয়েছে। একটি বড় সুবিধা হল কার্বন নিঃসরণ হবে না। ধুলো কণা ঘরের ভিতরে আসবে না।
advertisement
6/9
গরম বাড়ার সঙ্গে সঙ্গেই বাড়ছে লোডশেডিংয়ের পরিমাণ। লোডশেডিং হলেই বন্ধ হয়ে যায় ফ্যান, এসি, কুলার সমস্তই। তবে এই কুলার লোডশেডিং হলেও দিব্যি চলবে।
advertisement
7/9
ড: অজয় শঙ্কর মিশ্র জানালেন তিনি কীভাবে তৈরি করেছেন এই বিশেষ কুলার। তিনি বলেন, ‘‘আমি আমার দোকানের দরজায় ৬ বাই ২ হানিকোম্ব পলিকার্বোনেট শীট ইনস্টল করেছি। অ্যালুমিনিয়াম জাল এবং কাঠের কার্ডবোর্ড দিয়ে এটার সঙ্গেই লাগানো। হানিকোম্ব শীটের উপর হাফ ইঞ্চি প্লাস্টিকের পাইপ স্থাপন করা হয়েছে।’’
advertisement
8/9
তিনি বিস্তারিতভাবে জানালেন, ‘‘একটি সাধারণ বালতি কোনও পাত্রে জল রেখে সেই জল পাম্পের সাহায্যে এই শীটের মধ্যে দিয়ে পাঠানো হয়। এই প্রক্রিয়ার মধ্য দিয়ে যখন বাতাস ঘরের ভিতরে প্রবেশ করে তা ঘরকে শীতল রাখে।’’
advertisement
9/9
এগজস্ট ফ্যান ছাড়া বাড়িতেও ব্যবহার করতে পারেন এই কুলার। শুধু জলের পাম্প চালাতে হবে। এতে বিদ্যুতের খরচ সাধারণ কুলারের চেয়েও অনেক কম। ইনভার্টারের ব্যাটারিতেও তাই দিব্যি চলবে।