Electricity Bill Saving Tips: অজান্তেই বাড়ছে ইলেকট্রিক বিল? এই ৫ অভ্যাস আজই বদলান! মাসের শেষে বিল আসবে পকেটের সাধ্যের মধ্যে
- Reported by:JULFIKAR MOLLA
- hyperlocal
- Published by:Ananya Chakraborty
Last Updated:
শুধুমাত্র এসি, ফ্রিজের ব্যবহার বাড়লেই কিন্তু বিদ্যুতের খরচ বাড়ে না। নিয়মিত কয়েকটি কৌশল ও অভ্যাসে বদল আনলে মাসের শেষে বিদ্যুতের বিলে খরচ কম দেখা দিতে পারে।
advertisement
1/6

শুধু এসি বা ফ্রিজের ব্যবহার বাড়লেই যে বিদ্যুতের বিল হু হু করে বাড়ে, এমনটা সবসময় নয়। আসলে দৈনন্দিন জীবনের কিছু ছোট অভ্যাস ও কৌশল বদলালেই মাসের শেষে বিদ্যুতের খরচ অনেকটাই নিয়ন্ত্রণে রাখা সম্ভব। অজান্তেই করা কিছু ভুলের কারণেই বিদ্যুৎ অপচয় হয়, যার প্রভাব পড়ে পকেটে।
advertisement
2/6
অনেক বাড়িতেই দেখা যায়, মোবাইল ফোন চার্জে লাগানোর পর চার্জার খুলে নিলেও সুইচ বন্ধ করা হয় না। এই সামান্য অবহেলাতেই স্ট্যান্ডবাই পাওয়ার খরচ হতে থাকে। দীর্ঘদিন এভাবে চললে অপ্রয়োজনীয়ভাবে অতিরিক্ত ইউনিট খরচ হয়, যা বিদ্যুতের বিলে বাড়তি চাপ সৃষ্টি করে।
advertisement
3/6
বাড়ির আলো ব্যবস্থায় সাধারণ বাল্বের বদলে এলইডি ল্যাম্প ব্যবহার করলে বিদ্যুৎ সাশ্রয় করা যায়। সাধারণ বাল্বে ফিলামেন্ট ব্যবহারের ফলে বিদ্যুতের অপচয় বেশি হয়। অন্যদিকে এলইডি বাতিতে আধুনিক সার্কিট প্রযুক্তি ব্যবহৃত হওয়ায় একই আলোতে অনেক কম বিদ্যুৎ খরচ হয়।
advertisement
4/6
ইলেকট্রিশিয়ান তপন দাস জানান, এসি ব্যবহারের ক্ষেত্রেও কিছু নিয়ম মেনে চলা জরুরি। বারবার এসি চালু ও বন্ধ করলে বিদ্যুতের খরচ বেড়ে যায়। বিশেষজ্ঞদের মতে, এসির তাপমাত্রা ২২ থেকে ২৪ ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে রাখলে আরাম পাওয়ার পাশাপাশি বিদ্যুৎ সাশ্রয়ও সম্ভব।
advertisement
5/6
ফ্রিজ ব্যবহারের ক্ষেত্রেও সচেতনতা প্রয়োজন। দিনে অন্তত এক ঘণ্টা ফ্রিজ বন্ধ রাখলে বিদ্যুৎ খরচ কমানো যায়। ফ্রিজের ভিতরে ঠান্ডা জমে থাকায় এই সময়ের মধ্যে খাবার নষ্ট হওয়ার সম্ভাবনাও থাকে না, বরং যন্ত্রটি কিছুটা বিশ্রাম পায়।
advertisement
6/6
সব মিলিয়ে, বিদ্যুৎ সাশ্রয়ের জন্য বড় পরিবর্তনের প্রয়োজন নেই। দৈনন্দিন জীবনে সামান্য সচেতনতা ও অভ্যাসের বদল আনলেই বিদ্যুতের অপচয় কমানো সম্ভব। এতে যেমন মাসের শেষে বিল কম আসবে, তেমনই বিদ্যুৎ সংরক্ষণের মাধ্যমে পরিবেশ রক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়া যাবে।