Electricity Bill Reduce Tips: লম্বা বিলের দিন শেষ, এক টাকাও ব্যায় নয়! বিদ্যুতের খরচ শূন্য, এক মেশিনেই ২৪ ঘণ্টা বিনামূল্যে ইলেকট্রিক পরিষেবা
- Published by:Arjun Neogi
- news18 bangla
Last Updated:
Electricity Bill Reduce Tips: এক টাকাও খরচ না করেই বিদ্যুৎ ব্যবহার করুন এক্কেবারে বিনামূল্যে
advertisement
1/10

বর্তমানে ক্রমবর্ধমান বিদ্যুতের বিল নিয়ে রীতিমত চিন্তিত সবাই ৷ বাড়ির প্রতিটি ইলেক্ট্রিক অ্যাপলায়েন্সেস যেমন ফ্যান, টিভি, ফ্রিজ, ওয়াশিং মশিন, এয়ার কন্ডিশনার থেকে শুরু করে যাবতীয় চলে বিদ্যুতের সাহায্যেই ৷ প্রতীকী ছবি ৷
advertisement
2/10
এরফলেই মাসের শেষে একটি বড় ধাক্কা লাগে ৷ অনেকই আছেন যাঁরা এই বর্ধিত বিদ্যুতের বিলের হাত থেকে বাঁচতে ঘরের ছাদে সৌর প্যানেল বা সোলার প্যানেল বসানোর কথা ভাবছেন ৷ প্রতীকী ছবি ৷
advertisement
3/10
তবে একটি সমস্যার বিষয় হল এই সৌর প্যানেল তখনই কাজ করে যখন রৌদ্রজ্জ্বল থাকে পরিবেশ ৷ বর্তমানে এমন এক মেশিন নিয়ে আলোচনা হতে চলেছে যার নাম ও ইউন্ড টারবাইন (O Wind Turbine) ৷ প্রতীকী ছবি ৷
advertisement
4/10
এই মেশিন সূর্যের আলো ছাড়াই দিন রাত বিদ্যুৎ তৈরি করতে পারে ৷ সস্তায় বিদ্যুৎ ব্যবহারের জন্য এই রাস্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ ৷ প্রতীকী ছবি ৷
advertisement
5/10
O Wind Turbine এই মেশিনটি আসলে কী? এই মেশিন দিন রাত অর্থাৎ ২৪ ঘণ্টা ধরেই বিদ্যুৎ উৎপন্ন করে ৷ এই মেশিন হাওয়াতে বা বাতাসে চলে, এটিকে বাড়ির ছাদেই বসানো যেতে পারে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
6/10
এই টারবাইন নাসার আবিষ্কার, পরবর্তী কালে নানান গবেষণায় বিষয়টি দাঁড়িয়েছে ৷ এই মেশিনের ডিজাইন বা নকশা বেশ আলাদা ধরনের ৷ প্রতীকী ছবি ৷
advertisement
7/10
যেকোনও দিকেই যে হাওয়া বইতে থাকে সেই হাওয়ার থেকে বিদ্যুৎ তৈরি করতে পারে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
8/10
এতে মেশিনের মধ্যে কাজের কোনও পার্থক্য থাকেনা ৷ লাগাতার বিদ্যুৎ প্রস্তুত করতে পারে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
9/10
এই উইন্ডো ডিভাইজে কোনও রকমের ব্লেড থাকেনা ৷ এরফলে কোনও আওয়াজও হয়না ৷ ডায়নামোর সাহায্যে মেকানিক্যাল এনার্জিতে কনভার্ট হতে থাকে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
10/10
এতে ঘরে আলোতে ভেসে যাবে ৷ এই ডিভাইজ অত্যন্ত হালকা ও ছোট হয়ে থাকে ৷ এটি ঘর বা বাগানে বসাতে পারেন ৷ প্রতীকী ছবি ৷