TRENDING:

Electricity Bill:মেনে চলুন সহজ ৫টা কৌশল, গরমে দেদার ফ্যান-এসি চালিয়ে বিদ্যুতের বিল আসবে নামমাত্র

Last Updated:
দেদার এসি-ফ্যান চালিয়েও গরমকালের বিদ্যুতের বিল আসবে কম। আপনাকে শুধু মানতে হবে সহজ এই ৫টা টিপস
advertisement
1/6
মেনে চলুন সহজ ৫টা কৌশল, গরমে দেদার ফ্যান-এসি চালিয়ে বিদ্যুতের বিল আসবে নামমাত্র
মার্চ মাসেই তীব্র দাবদাহ। বেলা বাড়তেই গরমের জ্বালায় টেকা দায়। গ্রীষ্মকাল মানেই চলছে ফ্যান, এসি। বিদ্যুতের বিলে ছেঁকা। মধ্যবিত্তের মাথায় হাত! তবে বিশেষজ্ঞরা বলছেন, কয়েকটা সহজ টিপস মানলেই, দেদার ফভান-এসি চালানোর পরও বিদ্যুতের বিল কম আসবে। কোন কোন কৌশল?
advertisement
2/6
অনেকে বাড়িতে উচ্চ ক্ষমতা সম্পন্ন আলো লাগিয়ে রাখেন, যার বৈদ্যুতিক খরচ বেশি হয়। এক্ষেত্রে আধুনিক বাল্ব ব্যবহার করুন। বাড়িতে এলইডি বাল্বের পরিবর্তে অন্য কোনও বাল্ব ব্যবহৃত হলে,আজই পাল্টে ফেলুন। আধুনিক মানের এলইডি লাইটগুলি অনেকটা বিদ্যুৎ সাশ্রয় করে।
advertisement
3/6
ইলেকট্রিশিয়ান হারুন রসিদ জানান, বাড়ি কিংবা অফিসে শুধু যেই বৈদ্যুতিন যন্ত্রগুলি ব্যবহার করা হচ্ছে, সেগুলির সুইচ অন রাখুন। ফোনের চার্জার বা ল্যাপটপের মতো ছোট ছোট ডিভাইসগুলির ক্ষেত্রেও একই নিয়ম মানতে হবে।
advertisement
4/6
বাড়িতে পুরনো বৈদ্যুতিন যন্ত্র রাখবেন না। মাথায় রাখবেন, পুরনো ইলেকট্রিক্যাল অ্যাপলায়েন্স মানেই বেশি ইলেকট্রিক খরচ করবে।
advertisement
5/6
উইন্ডো এসি নয়, ইনভার্টার এসি ব্যবহার করুন। সম্ভব হলে স্প্লিট এসি ব্যবহার করুন। বিদ্যুতের বিল এক ধাক্কায় অনেকটাই কম হয়ে যাবে।
advertisement
6/6
গরম থেকে বাঁচতে ঘরে হালকা ভেজা পর্দা ব্যবহার করতে পারেন। এতে ঘরে শীতল আমেজ থাকে। কারণ বাইরের গরম হাওয়া ঘরে ঢোকার সময় এই পর্দা উত্তাপ অনেকটাই শুষে নেবে, যা ঘরকে শীতল রাখবে।
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
Electricity Bill:মেনে চলুন সহজ ৫টা কৌশল, গরমে দেদার ফ্যান-এসি চালিয়ে বিদ্যুতের বিল আসবে নামমাত্র
Open in App
হোম
খবর
ফটো
লোকাল