মে-জুন মাসের বিদ্যুৎ বিল নিয়ে 'টেনশন'...? এই 'আল্ট্রা ডিভাইস' নিমেষে করবে মুশকিল আসান, একচুলও বাড়বে না মাসের খরচ!
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Electric Bill Reduce Tips: প্রতিবছর এই সময়টায় বিদ্যুতের বিল লাফিয়ে বাড়ে। কারণ গরমকাল পড়তে না পড়তেই পাল্লা দিয়ে বাড়ছে এসি, ফ্যান ও রেফ্রিজারেটরের ব্যবহার। যার প্রভাব সরাসরি ধাক্কা দেয় বিদ্যুতের বিলে।
advertisement
1/16

গরমকাল মানে যেমন গরমে হাঁসফাঁস হাল, ঠিক তেমনই এই মে-জুন মাস মানেই চড়চড়িয়ে বাড়তে থাকা ইলেকট্রিক বিল। একদিকে এসি-ফ্যান-কুলার, তো অন্যদিকে ফ্রিজ, হু হু করে বাড়তে থাকে বিল। মধ্যবিত্ত গৃহস্থের হয় শ্যাম রাখি না কূল রাখি হাল। Image -News 18
advertisement
2/16
এপ্রিল পর্যন্ত তাও নিয়ন্ত্রণে থাকলেও মে-জুন এসে আর বাগে আনা যায় না বিদ্যুৎ বিল। অতএব গরমের মেগা ব্যাটিং শুরু হওয়ার আগেই চটপট জেনে নিন কীভাবে সহজেই কমাতে পারেন বিদ্যুৎ খরচ। Image -News 18
advertisement
3/16
প্রতিবছর এই সময়টায় বিদ্যুতের বিল লাফিয়ে বাড়ে। কারণ গরমকাল পড়তে না পড়তেই পাল্লা দিয়ে বাড়ছে এসি, ফ্যান ও রেফ্রিজারেটরের ব্যবহার। যার প্রভাব সরাসরি ধাক্কা দেয় বিদ্যুতের বিলে। Image News 18
advertisement
4/16
তাই ইতিমধ্যেই মধ্যবিত্তের কপালে চিন্তার ভাঁজ ফেলছে প্রতিমাসের বিল। তবে এই টেনশন থেকে মুক্তির উপায় আছে। সকলেরই দরকার যে কিছু সামান্য সহজ ঘরোয়া উপায়েই কিন্তু আপনি মুঠোয় রাখতে পারেন আপনার বিদ্যুৎ খরচ, আর বাঁচাতে পারেন হাজার হাজার টাকা। File image
advertisement
5/16
স্মার্ট বাল্ব: বিদ্যুৎ ছাড়াই দেবে দেদার আলো --গরমের মাসগুলিতে অতিরিক্ত বিদ্যুৎ খরচ কমানোর সবচেয়ে সহজ ও কার্যকরী উপায় হল স্মার্ট বাল্ব। জানলে অবাক হবেন যে একটি স্মার্ট বাল্ব ঘণ্টার পর ঘণ্টা আলো দিতে পারে বিদ্যুৎ পোড়ানো ছাড়াই। File Image
advertisement
6/16
একবার চার্জ দিলে এই বাতিগুলি ৩-৪ ঘণ্টা পর্যন্ত চালু থাকবে। শুধু বিদ্যুৎ চলে গেলেও এই বাল্ব জ্বলতেই থাকবে। ফলে ইনভার্টার কেনার প্রয়োজন নেই। স্মার্ট বাল্বের দামও সাধারণের নাগালের মধ্যে, অনলাইন অর্থাৎ (Amazon, Flipkart) ও একই ভাবে অফলাইন মার্কেট দুই জায়গাতেই সহজলভ্য এই ধরণের বাল্বগুলি কিন্তু নিমেষে হতে পারে আপনার জন্য মুশকিল আসান। Image -News 18
advertisement
7/16
পাওয়ার কনজাম্পশন ট্র্যাকার: কোন যন্ত্রে খরচ বেশি জানুন এই ভাবে---এই ছোট্ট ডিভাইসটিও হতে পারে গরমে আপনার বন্ধু। আপনার বাড়ির কোন ইলেকট্রনিক ডিভাইস সবচেয়ে বেশি বিদ্যুৎ খরচ করছে তা জানতে সাহায্য করবে এই 'পাওয়ার কনজাম্পশন ট্র্যাকার ডিভাইস'।
advertisement
8/16
এটি আদতে একটি স্মার্ট গ্যাজেট, যেটি আপনার মোবাইল অ্যাপে Wi-Fi এর মাধ্যমে সংযোগ করে রিয়েল-টাইমে বিদ্যুৎ ব্যবহার ট্র্যাক করতে পারে। এটি এসি, ফ্রিজ, ফ্যান, কুলার ইত্যাদির সঙ্গে ব্যবহার করে আপনি বুঝতে পারবেন, কোন যন্ত্র কত ইউনিট খরচ করছে। মাসের শেষে আঁতকে ওঠার ভয় নেই। Representative Image
advertisement
9/16
Hero Group-এর Qubo, TP-Link, Wipro, Havells, Philips-এর মতো ব্র্যান্ডগুলি এই ডিভাইস তৈরি করে। দাম শুরু মাত্র ৭০০ টাকা থেকে।
advertisement
10/16
বিদ্যুৎ বিল কমানোর দুর্দান্ত কিছু টিপস১. বাড়িতে LED ও স্মার্ট বাল্ব ব্যবহার করুন: সাধারণ বাল্বের তুলনায় ৮০% পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয় হয় এই আলোয়।
advertisement
11/16
২. এসি ২৪ ডিগ্রি তাপমাত্রায় চালান: ১৮ বা ২৬ নয়, আপনার ঘরের এয়ার কন্ডিশনারটি নির্দিষ্ট ২৪ ডিগ্রিতে রাখলে তা বিদ্যুৎ খরচ কমাতে কার্যকরী ভূমিকা নেয়।
advertisement
12/16
৩. ব্যবহারের পর বৈদ্যুতিক সরঞ্জাম বন্ধ করুন: টিভি, কম্পিউটার ব্যবহারের পর প্রতিটি গ্যাজেটের মূল সুইচ বন্ধ রাখুন। খেয়াল রাখবেন যাতে রিমোট দিয়ে শুধু এসি অফ না করা হয়।
advertisement
13/16
৪. পুরনো যন্ত্রপাতি বদলে ফেলুন: নতুন ইনভার্টার প্রযুক্তির ইলেকট্রনিক্স গ্যাজেট ব্যবহার করুন। পুরনো ইলেকট্রনিক্স গ্যাজেট বেশি বিদ্যুৎ খরচ করে।
advertisement
14/16
৫. নিয়মিত রক্ষণাবেক্ষণ: ফ্রিজ, এসি ও ওয়াশিং মেশিন সময়ে সময়ে সার্ভিসিং করান। নিয়মিত এগুলির দেখভাল জরুরি। সময়ে সার্ভিসিং না করলেও বিদ্যুৎ খরচ বেশি হওয়ার ঝুঁকি। কারণ এক্ষেত্রে ডিভাইসগুলি চলতেই থাকে কিন্তু কাজের কাজ হয় না। আর মাসের শেষে আসে চওড়া বিল।
advertisement
15/16
৬. সৌর বিদ্যুৎ ব্যবহার করুন: সোলার পাওয়ার ব্যবহার আরও একটি বুদ্ধিদীপ্ত সমাধান হতে পারে। কারণ এতে দীর্ঘমেয়াদে বিদ্যুৎ খরচ কমবে ব্যাপকভাবে। Image File Photo
advertisement
16/16
কোথা থেকে কিনবেন?অনলাইন প্ল্যাটফর্ম যেমন Flipkart, Amazon থেকে এই স্মার্ট বাল্ব এবং পাওয়ার ট্র্যাকার ডিভাইস আপনি চাইলেই কিনতে পারেন। এছাড়াও আজকাল স্থানীয় ইলেকট্রনিক্স দোকানেও পাওয়া যাচ্ছে এই ডিভাইসগুলি।