TRENDING:

Earth General Knowledge: এমন গ্রহ কোথাও খুঁজে পাবে না...! কেন শুধু পৃথিবীতেই মিলেছে প্রাণের হদিশ, পিছনে কোন রহস্য?

Last Updated:
Earth General Knowledge: সৌরজগতের পঞ্চম বৃহত্তম গ্রহ হল পৃথিবী। এর ব্যাস প্রায় ৮০০০ মাইল। তাছাড়া পৃথিবী আবার সূর্যের তৃতীয় নিকটতম গ্রহ। এটি সূর্য থেকে গড়ে প্রায় ৯৩ মিলিয়ন মাইল দূরে অবস্থিত।
advertisement
1/9
এমন গ্রহ কোথাও খুঁজে পাবে না...! কেন শুধু পৃথিবীতেই মিলেছে প্রাণের হদিশ, পিছনে কোন রহস্য
আমরা পৃথিবীতে বসবাস করছি। বিজ্ঞানীদের মতে, সৌরজগতের বাকি সমস্ত কিছুর মতোই পৃথিবী এবং এর উপগ্রহ চাঁদ একই সময়ে তৈরি হয়েছিল। তাঁদের বিশ্বাস, প্রায় সাড়ে চার বিলিয়ন বছর আগে তৈরি হয়েছিল এটি। সৌরজগতের পঞ্চম বৃহত্তম গ্রহ হল পৃথিবী। এর ব্যাস প্রায় ৮০০০ মাইল। তাছাড়া পৃথিবী আবার সূর্যের তৃতীয় নিকটতম গ্রহ। এটি সূর্য থেকে গড়ে প্রায় ৯৩ মিলিয়ন মাইল দূরে অবস্থিত। কেবল বুধ এবং শুক্র গ্রহই এর সবথেকে কাছে রয়েছে।
advertisement
2/9
কক্ষপথের প্যারামিটারের উপর নির্ভর করে পৃথিবীর বাসযোগ্যতা। এই প্যারামিটারগুলির মধ্যে অন্যতম হল - দিনের দৈর্ঘ্য, অক্ষের ঝুঁকে থাকা এবং কক্ষপথের আকার। যা স্থলভিত্তিক জীবনযাপনের জন্য স্থিতিশীল মরশুম, সূর্যালোক এবং তাপমাত্রা তৈরি করেছে।
advertisement
3/9
মহাকাশ গবেষণা সংস্থা নাসার ফান্ডিংয়ে গবেষকরা ৯৩টি সিমুলেশন চালিয়েছিল। মূলত কীভাবে এই প্যারামিটারগুলি পৃথিবীর মতো গ্রহগুলিতে জীবনের সম্ভাবনার উপর প্রভাব ফেলতে পারে, তা বোঝার জন্যই মূলত এই পরীক্ষা-নিরীক্ষা চালানো হয়েছিল। প্রসঙ্গত, কীভাবে পৃথিবী পরিবর্তিত হচ্ছে, সেটা বোঝার জন্য এর উপর গবেষণা চালায় নাসা।
advertisement
4/9
পৃথিবীর মূল উপাদান - মাটি, বাতাস, জল এবং জীবন - সমস্ত কিছুই প্রতিনিয়ত বদলে যাচ্ছে। কিছু কিছু পরিবর্তন প্রাকৃতিক, তো আবার কিছু বদল আসলে মানুষের কার্যকলাপের ফলাফল। পৃথিবীর উপর গবেষণা চালানোর জন্য স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহ ব্যবহার করে নাসা। মহাকাশ থেকে এই কৃত্রিম উপগ্রহগুলি পৃথিবীর উপর নজর রাখে। আর এগুলি পৃথিবীর উপাদান সংক্রান্ত সমস্ত তথ্য সংগ্রহ করে এবং এর ছবি তুলে নেয় এগুলি।
advertisement
5/9
পৃথিবীর মূল উপাদান - মাটি, বাতাস, জল এবং জীবন - সমস্ত কিছুই প্রতিনিয়ত বদলে যাচ্ছে। কিছু কিছু পরিবর্তন প্রাকৃতিক, তো আবার কিছু বদল আসলে মানুষের কার্যকলাপের ফলাফল। পৃথিবীর উপর গবেষণা চালানোর জন্য স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহ ব্যবহার করে নাসা। মহাকাশ থেকে এই কৃত্রিম উপগ্রহগুলি পৃথিবীর উপর নজর রাখে। আর এগুলি পৃথিবীর উপাদান সংক্রান্ত সমস্ত তথ্য সংগ্রহ করে এবং এর ছবি তুলে নেয় এগুলি।
advertisement
6/9
গ্রহের দিনের দৈর্ঘ্যের গুরুত্ব: ২০টি আর্থ ডে-র তুলনায় লম্বা দৈর্ঘ্যের দিনের কারণে স্থলভাগের তাপমাত্রা ঠান্ডা হতে পারে। যার জেরে স্থলভাগে জীবনের অস্তিত্ব সৃষ্টি হতে পারে না।
advertisement
7/9
গ্রহের অক্ষের ঝুঁকে থাকা: গ্রহের অক্ষের কাত হয়ে থাকাটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে দ্রুত গতিতে ঘূর্ণায়মান গ্রহগুলির ক্ষেত্রে তো বটেই! কারণ এটি মরশুমি তাপমাত্রার বৈচিত্র্যকে পরিচালনা করতে সাহায্য করে।
advertisement
8/9
উপযুক্ত অবস্থান: গোল্ডিলকস জোন (খুব একটা গরমও নয়, আবার খুব একটা ঠান্ডাও নয়)-এ থাকাটাই শুধুমাত্র যথেষ্ট নয়। একটি গ্রহকে সব দিক থেকে বাসযোগ্য করে তোলার ক্ষেত্রে কক্ষপথের এবং রোটেশনাল ফ্যাক্টর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
advertisement
9/9
গবেষণায় উঠে আসা এই সমস্ত তথ্যই বিজ্ঞানীদের অনেকটা সাহায্য করবে। এর ফলে তাঁদের বাসযোগ্য এক্সোপ্ল্যানেট খুঁজে পেতে সুবিধা হবে। ফলে বোঝাই যাচ্ছে যে, শুধুমাত্র মূল নক্ষত্র থেকে দূরত্বই যথেষ্ট নয়, এর পাশাপাশি অরবিটাল ডায়নামিক্স এবং প্ল্যানেটারি টিল্টের উপর মনোনিবেশ করাটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
Earth General Knowledge: এমন গ্রহ কোথাও খুঁজে পাবে না...! কেন শুধু পৃথিবীতেই মিলেছে প্রাণের হদিশ, পিছনে কোন রহস্য?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল