ফোনের চার্জার সুইচ বোর্ড থেকে খোলেন না? নিজের কী ক্ষতি করছেন জেনে নিন
- Published by:Suman Majumder
Last Updated:
Charger in socket: ফোন খুলে নেন, কিন্তু চার্জার থেকে যায় সুইচ বোর্ডে! নিজের ক্ষতি নিজেই করছেন।
advertisement
1/5

ফোন এখন আমাদের জীবনের সঙ্গে জুড়ে থাকা একটি গুরুত্বপূর্ণ জিনিস। একটা দিনও এখন আমাদের ফোন ছাড়া চলবে না। আর ফোনের সব থকেে গুরুত্বপূর্ণ জিনিস হল ব্যাটারি। সেটাকেই ফোনের হৃদপিন্ড বলা যেতে পারে।
advertisement
2/5
অনেকেই বারবার ফোন চার্জ দেন। ব্যাটারি কিছুটা কমে গেলেই চার্জ দেন অনেকেই। এতে কিন্তু আপনার ফোনের ব্যাটারির আয়ু কমে যায়।
advertisement
3/5
বিশেষজ্ঞরা বলেন, আপনার ফোনের ব্যাটারির চার্জ ৪০ শতাংশের কম ও ৮০ শতাংশের বেশি হওয়া উচিৎ নয়। এই নিয়ম মানতে পারলে আপনার ফোনের ব্যাটারি ভাল থাকবে বহুদিন।
advertisement
4/5
অনেকেই আরও একটি ভুল করেন। ফোন চার্জ থেকে খুলে ফেললেও সকেট লাগিয়ে রাখেন সুইচ বোর্ডে। এতে আপনারই ক্ষতি।
advertisement
5/5
এনার্জি সেভিং ট্রাস্ট জানাচ্ছে, যে কোনও ডিভাইস প্লাগড ইন থাকলেই ইলেকট্রিসিটি বিল বাড়বে। তাতে কোনও ডিভাইস কানেক্টেড থাকুক বা না থাকুক। অনেকে আবার একেক সময় একেক চার্জার দিয়ে ফোন চার্জ দেন। সেটাও কিন্তু ভুল।