TRENDING:

Air Conditioner: কোন কোম্পানির এসি ভারতে সব থেকে বেশি বিক্রি হয়? AC কেনার আগে জেনে রাখুন

Last Updated:
Air Conditioner- ভারতের বিভিন্ন জায়গায় এয়ার কন্ডিশনার (এসি) এর চাহিদা রেকর্ড মাত্রায় পৌঁছে গিয়েছে। এসি উৎপাদ্নকারী সংস্থাগুলি এখন নতুন টেকনোলজি আনছে। তাতে ইলেকট্রিক বিলের সাশ্রয় হবে।
advertisement
1/6
কোন কোম্পানির এসি ভারতে সব থেকে বেশি বিক্রি হয়? AC কেনার আগে জেনে রাখুন
জুন মাসের শুরু। অর্থাৎ গরমের সময়। প্রতিবারের মতো এবারও রেকর্ড সংখ্যক এসি বিক্রি হবে, আশা করছে সংস্থাগুলি। কারণ এবারও রেকর্ড গরম পড়ার আভাস দিয়ে রেখেছে আইএমডি।
advertisement
2/6
আন্তর্জাতিক শক্তি সংস্থা (IEA)-র অনুমান, ২০৩০ সালের মধ্যে ভারতে এয়ার কন্ডিশনার বিক্রির সংখ্যা ২৪ কোটিতে পৌঁছাতে পারে! ২০২৪ সালে ৯ কোটি ৩০ লক্ষ এসি বিক্রি হয়েছে। এসি বিক্রিতে প্রতি বছরই রেকর্ড হচ্ছে ভারতে।
advertisement
3/6
ভারতের বিভিন্ন জায়গায় এয়ার কন্ডিশনার (এসি) এর চাহিদা রেকর্ড মাত্রায় পৌঁছে গিয়েছে। এসি উৎপাদ্নকারী সংস্থাগুলি এখন নতুন টেকনোলজি আনছে। তাতে ইলেকট্রিক বিলের সাশ্রয় হবে। তবে বিভিন্ন ব্র্যান্ডের এসি কিন্তু বাজারে হিট।
advertisement
4/6
ভারতের বাজারে কোন সংস্থার এসির বিক্রি সব থেকে বেশি! আপনিও কি এবার এসি কেনার প্ল্যান করছেন! তা হলে জেনে রাখুন। আসলে এসি বেছে নেওয়ার ক্ষেত্রে অনেকগুলি ব্যাপার থাকে। বিশেষত, থ্রি বা ফাইভ স্টার এসি-র চাহিদা বাজারে তুঙ্গে। কারণ এই দুই ধরণের এসি বিদ্যুতের বিলে সাশ্রয় দেয়।
advertisement
5/6
২০২৫ সালের হিসেব বলছে, ভারতের বাজারে এখন Daikin-এর এসির বিক্রি সব থেকে বেশি। ২ নম্বরে রয়েছে LG. তাদের এসির চাহিদাও বাড়ছে দিনের পর দিন।
advertisement
6/6
ভারতের বাজারে এসি বিক্রির নিরিখে তিন ও চার নম্বরে রয়েছে Bluestar ও Voltas. পাঁচ নম্বরে রয়েছে Haier. ৬ নম্বরে রয়েছে Godrej.
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
Air Conditioner: কোন কোম্পানির এসি ভারতে সব থেকে বেশি বিক্রি হয়? AC কেনার আগে জেনে রাখুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল