মোবাইলের চার্জিং পোর্টের পাশে ছোট্ট ছিদ্র কেন থাকে? সঠিক উত্তর জানেন হাতে গোনা কয়েকজনই!
- Published by:Soumendu Chakraborty
Last Updated:
আপনি কি জানেন, মোবাইলের চার্জিং পোর্টের পাশে থাকা ছোট্ট ছিদ্রটি কেন থাকে? এটি সিম ট্রে বা রিসেট বাটন নয়, বরং একটি মাইক্রোফোন, যা কলের স্বচ্ছতা ও অডিও কোয়ালিটি উন্নত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়।
advertisement
1/9

আপনি কি জানেন, আপনার মোবাইল ফোনের চার্জিং পোর্টের কাছে যে ছোট্ট ছিদ্রটি থাকে, সেটি আসলে কী কাজে ব্যবহৃত হয়? কখনও কি ভেবে দেখেছেন? অনেকেই ভুল করে এটিকে রিসেট বাটন বা সিম ট্রে বলে মনে করেন। কিন্তু বাস্তবে এই ছোট্ট ছিদ্রের আড়ালেই রয়েছে একটি খুবই গুরুত্বপূর্ণ ফিচার, যা আপনার কল করার সময়ের শব্দ এবং অডিও কোয়ালিটি নির্ধারণে বড় ভূমিকা রাখে।
advertisement
2/9
ওই ছিদ্রটির আসল উদ্দেশ্য: ‘প্রাইমারি মাইক্রোফোন’ বেশিরভাগ স্মার্টফোনে চার্জিং পোর্টের পাশে থাকা ওই ছোট্ট ছিদ্রটি আসলে মাইক্রোফোনের প্রধান অবস্থান। কল করার সময়, ভিডিও রেকর্ডিং কিংবা ভয়েস রেকর্ডিং—সব ক্ষেত্রেই আপনার কণ্ঠস্বর স্পষ্ট ও পরিষ্কারভাবে রেকর্ড করার জন্য এই মাইক্রোফোনই ব্যবহার করা হয়।
advertisement
3/9
কিছু অ্যাডভান্স স্মার্টফোনে এই ছোট্ট ছিদ্রটি সেকেন্ডারি মাইক্রোফোনেরও অংশ হতে পারে। এর কাজ হল অপ্রয়োজনীয় শব্দ কমানো। এটি বাতাসের শব্দ, ট্রাফিকের আওয়াজ এবং আশপাশের কোলাহল নিজে থেকেই ফিল্টার করে দেয়, ফলে আপনার কণ্ঠস্বর আরও পরিষ্কার ও স্পষ্টভাবে অপর প্রান্তের মানুষের কাছে পৌঁছে যায়।
advertisement
4/9
কিছু ফোনে একাধিক মাইক্রোফোন কেন থাকে? আজকের স্মার্টফোনগুলো আরও ভালো ও হাই-কোয়ালিটি অডিও অভিজ্ঞতা দেওয়ার লক্ষ্যেই একটির বেশি মাইক্রোফোন ব্যবহার করে।
advertisement
5/9
নয়েজ ক্যানসেলেশন কীভাবে কাজ করে? প্রাইমারি মাইক্রোফোন আপনার কণ্ঠস্বর রেকর্ড করে। দ্বিতীয় মাইক্রোফোন আশপাশের শব্দ সংগ্রহ করে। এরপর সফটওয়্যার অপ্রয়োজনীয় আওয়াজ বাদ দিয়ে শুধু আপনার কণ্ঠস্বর পরিষ্কার ও স্পষ্টভাবে পাঠায়। এই কারণেই আজকাল বাজেট ফোনেও ভালো কল কোয়ালিটি ও উন্নত রেকর্ডিং সম্ভব হচ্ছে।
advertisement
6/9
মাইক নিচে দেওয়ার কারণ মাইক্রোফোন ফোনের নিচের অংশে রাখার মূল কারণ হল এরগোনমিক্স। আমরা যখন ফোন কানে লাগিয়ে কথা বলি, তখন ফোনের নিচের দিকটাই স্বাভাবিকভাবে আমাদের মুখের সবচেয়ে কাছে থাকে। এই কারণেই এই জায়গাটিকে কণ্ঠস্বর পরিষ্কার ও নিখুঁতভাবে রেকর্ড করার জন্য সবচেয়ে উপযোগী বলে মনে করা হয়।
advertisement
7/9
এই ছিদ্রে কিছুই ঢোকাবেন না অনেকেই ভুল করে এটিকে সিম ট্রের ছিদ্র ভেবে এতে পিন বা কোনও ধারালো বস্তু ঢুকিয়ে দেন। কিন্তু মাইক্রোফোনের এই ছোট ছিদ্রে কোনও কিছু ঢোকানো অত্যন্ত বিপজ্জনক। এতে ভেতরে থাকা সংবেদনশীল মাইক্রোফোন সঙ্গে সঙ্গেই নষ্ট হয়ে যেতে পারে।
advertisement
8/9
এছাড়াও, ফোন চালু অবস্থায় যদি এই ছিদ্রের ভেতরে ধাতব বা কোনও ধারালো বস্তু ঢোকানো হয়, তাহলে ভেতরের মাইক্রোফোন ও সার্কিট ক্ষতিগ্রস্ত হতে পারে। এর ফলে কলিং এবং অডিও সংক্রান্ত সমস্ত ফিচারেই সমস্যা দেখা দিতে পারে।
advertisement
9/9
চার্জিং পোর্টের কাছে থাকা সেই ছোট্ট, প্রায়ই উপেক্ষিত ছিদ্রটি আপনার স্মার্টফোনের অডিও কোয়ালিটি ও কলের স্বচ্ছতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। একে ভুল বুঝে এতে কিছু ঢোকানো বা নাড়াচাড়া করলে মাইক্রোফোন ও অন্যান্য হার্ডওয়্যার ক্ষতিগ্রস্ত হতে পারে, যার ফলে ডিভাইসের গুরুত্বপূর্ণ ফিচারগুলিও প্রভাবিত হতে পারে। তাই এই বিষয়টি সবসময় মনে রাখা জরুরি।