এসির EER রেটি কী জানেন? এতেই লুকিয়ে ইলেকট্রিক বিলের খরচ, দেড় টন AC চালালে দেখুন
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
এসির এনার্জি এফিশিয়েন্ট রেটিং (EER)-এর উপর বিদ্যুতের বিল নির্ভর করে। ইইআর(EER) রেটিং যত বেশি হবে, বিদ্যুতের বিল আসবে তত কম। এটা অনেকেই জানেন এখন।
advertisement
1/6

গরমে এসিতেই স্বস্তি খুঁজছে মানুষ। তবে এসি যে গরম থেকে মুক্তির জন্য দীর্ঘমেয়াদি সমাধান নয় তা আমরা অনেকেই ভুলে গিয়েছি। এসি থেকে নির্গত গরম বাতাস প্রকৃতির ক্ষতি করে। আপনি ও আপনার পরিবার এসির ঠান্ডা হাওয়ায় স্বস্তি পাচ্ছেন ঠিকই। তবে প্রকৃতির ক্ষতি হচ্ছে বেশি।
advertisement
2/6
যে কোনও এসি-র প্রতিবেদন লেখার আগেই আমরা তাই জানিয়ে রাখি, গাছ লাগান, গাছ বাঁচান-এটাই পৃথিবীকে এমন গরম থেকে বাঁচানাের একমাত্র পথ। এই গরমে মুড়িমুড়কির মতো বিক্রি হচ্ছে এসি। এখন বেশিরভাগ বাড়িতেই দেড় বা ২ টনের এসি। ১ টনের বিক্রি তুলনামূলকভাবে কমেছে আগের থেকে।
advertisement
3/6
এসি কিনলেই তো আর হল না। এসি চললে বিদ্যুত বিলের খরচ একটা বড় ব্যাপার। ফলে খরচ নিয়েও একটা চিন্তা সবারই প্রায় থাকে। আর এসি কতটা বিদ্যুৎ পোড়াবে, তা অনেকগুলো বিষয়ের উপর নির্ভর করে।
advertisement
4/6
এখন অত্যাধুনিক এসিতে বিদ্যুত খরচ হয় তুলনামূলক কম। তবুও কিছু ফ্যাক্টর-এর জন্য বিদ্যুতের বিল বাড়তে বা কমতে পারে। আজ আমরা সেটা নিয়েই আলোচনা করব।
advertisement
5/6
এসির এনার্জি এফিশিয়েন্ট রেটিং (EER)-এর উপর বিদ্যুতের বিল নির্ভর করে। ইইআর(EER) রেটিং যত বেশি হবে, বিদ্যুতের বিল আসবে তত কম। একটি দেড় টন এসি প্রতি ঘন্টায় ১২০০ থেকে ১৮০০ ওয়াট (প্রতি ঘন্টায় ১.২ থেকে ১.৮ ইউনিট বিদ্যুৎ খরচ) করতে পারে।
advertisement
6/6
EER = Amount of heat removed per hour/ power consumed. অর্থাৎ ইইআর রেটিং বেশি এসি কার্যকরী হবে আরও বেশি। ফলে ঘরের বাতাস থাকবে স্বাস্থ্যকর। এসি কার্যকরী হলে বিদ্যুত পুড়বে কম।