TRENDING:

এসি থেকে বেরনো গন্ধ ভয়ানক! অবহেলা করলেই বিপদ, খরচের শেষ থাকবে না!

Last Updated:
Smell reasons from Air Conditioner: একেকটি এসি থেকে একেকরকম দুর্গন্ধ বেরোয়। সেই দুর্গন্ধেরও কিন্তু প্রকারভেদ রয়েছে। কারণ সেই দুর্গন্ধের কারণও ভিন্ন। সেই দুর্গন্ধ অবহেলা করলে কিন্তু এসির জন্য আপনার খরচ অনেকটা বেড়ে যেতে পারে।
advertisement
1/11
এসি থেকে বেরনো গন্ধ ভয়ানক! অবহেলা করলেই বিপদ, খরচের শেষ থাকবে না!
ফের দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের সতর্কতা। গত কয়েকদিনে বাংলার কিছু জায়গায় স্বস্তির বৃষ্টি নেমেছিল। তবে আবার গত ২ দিন ধরে গরম বেড়েছে। এই সময় ফের এসি কেনার ধুম পড়েছে।
advertisement
2/11
এসি কিনলেই তো আর হল না! অনেকেরই আসল চিন্তা থাকে ইলেকট্রিক বিল। তবে কিছু টিপস মেনে চললে ইলেট্রিক বিল আয়ত্তে রাখা সম্ভব।
advertisement
3/11
আজ অবশ্য আমরা এসির মেইন্টেনেন্স বা ইলেট্রিক বিল কথা বলব না। আজ আমরা আপনাদের তার থেকেও গুরুত্বপূর্ণ একটি দিক নিয়ে বলব।
advertisement
4/11
অনেক সময় এসি থেকে দুর্গন্ধ বেরোয়। বেশিরভাগ এটা হওয়ার কারণ, বেশি তাপমাত্রায় এসি চালানো।
advertisement
5/11
এসি বেশি তাপমাত্রায় চালালে ভিতরে আদ্রতা জন্মায়। সেই থেকে অনেক সময় ব্যাকটেরিয়ার উপদ্রব হয়। এছাড়া এসির ভিতরে ধুলো জমলেও দুর্গন্ধ ছড়ায়।
advertisement
6/11
একেকটি এসি থেকে একেকরকম দুর্গন্ধ বেরোয়। সেই দুর্গন্ধেরও কিন্তু প্রকারভেদ রয়েছে। কারণ সেই দুর্গন্ধের কারণও ভিন্ন।
advertisement
7/11
যেমন ধরুন, এসি থেকে নোংরা মোজার মতো গন্ধ বেরোলে বুঝতে হবে, ভিতরে ধুলো জমেছে। এমনকী ব্যাকটেরিয়া হলেও এমনই গন্ধ হয়।
advertisement
8/11
এসির ভিতরে কীট-পতঙ্গ মরে গেলে পঁচা ডিমের মতো দুর্গন্ধ ছড়াতে পারে।
advertisement
9/11
এসির মোটর বা কোনও যন্ত্রাংশ বিগরোলেও দুর্গন্ধ বেরোতে পারে। সেক্ষেত্রে পোড়া গন্ধ বেরোবে।
advertisement
10/11
এসির কোনও অংশ অতিরিক্ত গরম হলে বাইকের এক্সহস্ট-এর মতো গন্ধ বেরোতে পারে।
advertisement
11/11
এসির ফিল্টার নিয়মিত পরিষ্কার করুন। এসিতে কোনওভাবেই যেন জল প্রবেশ না করে! এসির ড্রেন প্যান পরিষ্কার রাখতে হবে। গরমের মরশুম শুরুর আগেই এসি সার্ভিস করিয়ে নিতে হয়।
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
এসি থেকে বেরনো গন্ধ ভয়ানক! অবহেলা করলেই বিপদ, খরচের শেষ থাকবে না!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল