স্মার্টফোনেরও এক্সপায়ারি ডেট হয় জানেন? কোথা থেকে দেখতে হয়, জেনে নিন
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Smartphone IMEI- ফোনের বাক্সের পিছনে লেখা থাকে গোপন কোড। সেই কোচ থেকেই আপনি জানতে পারবেন, আপনার ফোনের মেয়াদ কবে নাগাদ শেষ হতে পারে!
advertisement
1/6

সব কিছুর মতো স্মার্টফোনেরও কিন্তু এক্সপায়ারি ডেট হয়। আমরা অনেকেই সেটা হয়তো জানি না! আপনি চাইলে দেখে নিতে পারেন, আপনার হাতের ফোন কতদিন ঠিকঠাক চলতে পারে!
advertisement
2/6
আমরা অনেক সময় ফোন কেনার পর বাক্স যত্নে রাখি না। তবে আপনার ফোন কতদিন পর্যন্ত ভালভাবে ব্যবহার করতে পারবেন, সেটি জানার জন্য বাক্সটি যত্নে রাখাটা কিন্তু খুব দরকার।
advertisement
3/6
ফোনের বাক্সের পিছনে লেখা থাকে গোপন কোড। সেই কোচ থেকেই আপনি জানতে পারবেন, আপনার ফোনের মেয়াদ কবে নাগাদ শেষ হতে পারে! তবে একেবারে তারিখ ধরে ফোনের এক্সপায়ারি ডেট বলা থাকে না। তেমন তথ্য দেওয়া সম্ভবও নয়।
advertisement
4/6
ফোনের মেয়াদ শেষ হবে কবে, তা নিয়ে কোনও আনুষ্ঠানিক ঘোষণা হয় না। তবে ফোনের মেয়াদ শেষ হওয়ার সময় এগিয়ে এলে কিছু সমস্যা দেখা দিতে পারে।
advertisement
5/6
ফোনের বাক্সে থাকে আইএমইআই কোড। প্রতিটি ফোনের আলাদা হয় আইএমইআই কোড। ফোন হারালেও পুলিশের কাছে অভিযোগ জানানোর জন্যও আপনাকে এই নম্বর জানাতে হবে।
advertisement
6/6
আরও একটি পদ্ধতি অবলম্বন করে আপনি আইএমইআই নম্বর জানতে পারবেন। #06# ডায়াল করে জেনে নিতে পারেন এই গোপন কোড।