Air Conditioner: নতুন এসি কিনলে কী কী ওয়ারেন্টি থাকে? কোন কোন পার্টসে কত বছর? জেনে রাখুন
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
এসি প্রস্তুতকারক কোম্পানিগুলি পিসিবি ওয়ারেন্টি দেয়। আর অনেকেই হয়তো জানেন, পিসিবি বোর্ড এসি-র একটি গুরুত্বপূর্ণ পার্টস। এটি চট করে খারাপ হয় না ঠিকই, তবে একবার খারাপ হলে সারাতে অনেক টাকার ব্যাপার কিন্তু।
advertisement
1/6

নতুন এসি কেনার কথা এখন অনেকেই ভাবছেন। কারণ, মে মাসের প্রচণ্ড গরম। তবে অনেকেই জানেন না, নতুন এসি কেনার সময় কোন কোন পার্টস-এর উপর ওয়ারেন্টি দেয় প্রস্তুতকারী সংস্থা!
advertisement
2/6
এসি যখন কিনবেন, সংস্থার কাছ থেকে ১ বছরের পণ্যের ওয়ারেন্টি শুধু নয়, আরও অনেক ধরনের ওয়ারেন্টি পাওয়া যায়। সেগুলি কী কী, জেনে রাখুন। তা হলে কোনওরকম সমস্যায় পড়তে হবে না।
advertisement
3/6
এখন বেশিরভাগ এসি প্রস্তুতকারক সংস্থা গ্রাহকদের কম্প্রেসারের উপর ১০ বছরের ওয়ারেন্টি প্রদান করে। তবে কিছু কোম্পানি আবার কম্প্রেসারে পাঁচ বছরের ওয়ারেন্টিও দেয়। অনলাইনে যখন এসি কিনবেন, তখন অবশ্যই দেখে নেবেন আপনি যে এসি কিনছেন তার সঙ্গে কত বছরের কম্প্রেসার ওয়ারেন্টি দিচ্ছে!
advertisement
4/6
এসি প্রস্তুতকারক কোম্পানিগুলি পিসিবি ওয়ারেন্টি দেয়। আর অনেকেই হয়তো জানেন, পিসিবি বোর্ড এসি-র একটি গুরুত্বপূর্ণ পার্টস। এটি চট করে খারাপ হয় না ঠিকই, তবে একবার খারাপ হলে সারাতে অনেক টাকার ব্যাপার কিন্তু। ফলে পিসিবি ওয়ারেন্টি কত বছরের, সেটিও দেখে নিতে ভুলবেন না।
advertisement
5/6
বেশিরভাগ সংস্থা এক বছর এসি-র ফ্রি সার্ভিসিং দেয়। এসি ইনস্টল করার সময় টেকনিশিয়ানকে বলবেন, ভাল করে যেন গ্যাস লিক হচ্ছে কি না তা চেক করে দিতে। না হলে এক বছরের মধ্যে এসিতে কিন্তু সমস্যা দেখা দিতে পারে।
advertisement
6/6
এখন অনেকেই অনলাইনে এসি কিনে থাকেন। অনেক সময় অফারে এসি কিছুটা সস্তায় পাওয়া যায়। অনলাইন শপিং সইট থেকে এসি কিনলেও আপনাকে পরিষেবা দেবে এসি প্রস্তুতকারক সংস্থা। ফলে যে কোনও সমস্যায় আপনাকে যোগাযোগ করতে হবে সংশ্লিষ্ট এসি প্রস্তুতকারক সংস্থার সঙ্গে।