৫..৬..৭ ঘণ্টা..! এসি একটানা কতক্ষণ চালানো যায়? বারবার অন-অফ করেন নাকি?
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Air Conditioner care tips- একটানা অনেকটা সময় এসিতে থাকার অভ্যেস কিন্তু মোটেও ভাল নয়। তবে ভুলেও এসি বারবার অন-অফ করবেন না। আজকাল বেশিরভাগ বাড়িতে ইনভার্টার এসি। ফলে কম্প্রেসর নিজের মতো করে কাজ করে।
advertisement
1/6

মার্চের শেষেই ভোল বদলাচ্ছে আবহাওয়া। এবারও কি রেকর্ড গরম পড়বে! আবহাওয়া দফতরের পূর্বাভাস তো তাই বলছে। অনেকে আবার বলছেন, এসি এখন মানুষের জীবনে প্রয়োজনীয় একটি জিনিস হয়ে দাঁড়িয়েছে।
advertisement
2/6
ইনভার্টার ও নন-ইনভার্টার-এই দুই ধরণের এসি বাজারে বিক্রি হচ্ছে। যে যার প্রয়োজনমতো বেছে নিচ্ছেন। বহু সংস্থার মডেল বাজারে হিট। তবে মডেল বাছাই নির্ভর করছে গ্রাহকদের ব্যক্তিগত পছন্দের উপর।
advertisement
3/6
গরমের সময়ে কোনও বাড়িতে সারাদিনে কম-বেশি আট ঘণ্টা এসি চলে। কারও বাড়িতে এসি চলার সময়টা হয়তো একটু কম। বিশেষ করে রাতের সময়টাতে এসি চালানোর দরকার পড়ে বেশিরভাগ বাড়িতে।
advertisement
4/6
অনেকে রাতে এসি চালালে টাইমার সেট করে রাখেন। অনেকে আবার বারবার এসি অন-অফ করেন। ভুলেও এই কাজটি করবেন না। বারবার এসি অন-অফ করলে আপনার ইলেকট্রিক বিল কম নয় বেশি আসবে, আর এই অভ্যেস এসি-র জন্যও খুব খারাপ।
advertisement
5/6
একটানা ৫-৬ ঘণ্টা এসি চালানোর পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। তবে এক ঘণ্টা অন্তর ৫-৭ মিনিটের জন্য এসি বন্ধ করলে কম্প্রেসরের উপর চাপ কম পড়ে।
advertisement
6/6
একটানা অনেকটা সময় এসিতে থাকার অভ্যেস কিন্তু মোটেও ভাল নয়। তবে ভুলেও এসি বারবার অন-অফ করবেন না। আজকাল বেশিরভাগ বাড়িতে ইনভার্টার এসি। ফলে কম্প্রেসর নিজের মতো করে কাজ করে। ফলে বারবার এসি অন বা অফ করার দরকার পড়ে না।