TRENDING:

AC Service : শীত পড়ার আগে এসিতে এই কাজটা করিয়ে রাখুন, অনেক টাকা বাঁচবে, এসি বন্ধ করে রাখার আগে খুব দরকারি ব্যাপার

Last Updated:
Air Conditioner Service- আপাতত তিন থেকে চার মাস অনেক বাড়িতেই এসি চলবে না। তার আগে এসির কয়েকটি কাজ করুন। শীতের আগে এসির কিছুটা যত্ন নিলে শীতকালেও নিরাপদে রাখা যায়।
advertisement
1/8
শীত পড়ার আগে এসিতে এই কাজটা করিয়ে রাখুন, অনেক টাকা বাঁচবে
বাংলা থেকে বর্ষাবিদায়ের পালা শুরু হবে ৩-৪ দিনের মধ্যে। শীত প্রায় দোরগোড়ায়। রাতে এখনই হিম পড়ছে। জানান দিচ্ছে শীতের। তবে দিনের বেলা গরম কমছে না। এখনও এসি ছাড়া এক মুহূর্ত যেন স্বস্তি মিলছে না। বাড়িতে, অফিসে সব জায়গায় এসি ব্যবহার করেন অনেকে। তবে আর কিছুদিনের মধ্যে বাড়িতে আর এসি চালাতে হবে না।
advertisement
2/8
আপাতত তিন থেকে চার মাস অনেক বাড়িতেই এসি চলবে না। তার আগে এসির কয়েকটি কাজ করুন। শীতের আগে এসির কিছুটা যত্ন নিলে শীতকালেও নিরাপদে রাখা যায়। ফলে গরমে আবার এসি চালু হলে বিশেষ সমস্যা হবে না।
advertisement
3/8
ধুলোবালি জমলে এসির ভেতরে ব্যাকটেরিয়া জন্মাতে পারে। প্রতি ১-২ মাস পর পর ফিল্টার খুলে পরিষ্কার জল দিয়ে ধুয়ে শুকিয়ে আবার লাগান। শীতের আগে যখন এসি একেবারে বন্ধ করছেন তখন ফিল্টার ভালভাবে ধুয়ে পরিষ্কার করে রাখুন। তাতে অনেক সমস্যা কমবে না।
advertisement
4/8
ইভাপোরেটর (ভেতরের ইউনিট) আর কনডেন্সার (বাইরের ইউনিট)-এ ধুলো জমে গেলে ঠান্ডা/গরম বাতাস সঠিকভাবে চলাচল করে না। প্রয়োজনে টেকনিশিয়ান দিয়ে সার্ভিস করিয়ে নিন।
advertisement
5/8
আরও একটি গুরুত্বপূর্ণ কাজ করতে হবে। ড্রেন পাইপে ময়লা জমে থাকলে জল লিক হতে পারে। ভ্যাকুয়াম বা ব্লোয়ার দিয়ে পাইপ পরিষ্কার করে রাখুন ভাল করে।
advertisement
6/8
শীতকালে ব্যবহার না করলে এসির বাইরের কনডেন্সার ইউনিটের উপর কভার পরিয়ে দিন। কারণ এখন এসি অনেকদিন বন্ধ থাকবে। এসি ইউনিট ঢেকে রাখলে ধুলোবালি পড়বে না।
advertisement
7/8
দীর্ঘসময় এসি ব্যবহার না করলে ব্যাটারি খুলে রাখাই ভাল। না হলে ব্যাটারি লিক হয়ে রিমোট নষ্ট হতে পারে।
advertisement
8/8
শীতকালে এসি ব্যবহার না করলে পাওয়ার প্লাগ খুলে রাখতে পারেন। এতে বিদ্যুৎ সাশ্রয় ও নিরাপত্তা দুটোই বাড়বে।
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
AC Service : শীত পড়ার আগে এসিতে এই কাজটা করিয়ে রাখুন, অনেক টাকা বাঁচবে, এসি বন্ধ করে রাখার আগে খুব দরকারি ব্যাপার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল