বাড়ির কোন জায়গায় টিভি রাখতে নেই? জানেন কি? ভুল করে রেখে থাকলে জেনে নিন
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Smart tv position: বাড়ির কোন দিনে টিভি রাখা ভাল! জেনে নিন।
advertisement
1/6

আজকাল অনেক বাড়িতেই স্মার্ট এলইডি টিভি দেখা যায়। সাধারণ টিভির থেকে এই টিভিতে ফিচার্স অনেক বেশি।
advertisement
2/6
তবে অনেকেই ভুল জায়গায় স্মার্ট এলইডি টিভি ইনস্টল করেন। ফলে টিভি তাড়াতাড়ি খারাপ হওয়ার সম্ভাবনা দেখা দেয়।
advertisement
3/6
স্মার্ট এলইডি টিভি কখনওই দেওয়ালে লাগানো ঠিক নয়। বিশেষ করে এমন দেওয়ালে, যাতে বর্ষার সময় ড্যাম্প ধরে।
advertisement
4/6
কোনওরকম গরম জিনিসের পাশে বা সামনে স্মার্ট এলইডি টিভি রাখা ঠিক নয়। এই টিভির বেশিরভাগ পার্টস প্লাস্টিকের। অতিরিক্ত গরমে সেই পার্টস খারাপ হতে পারে।
advertisement
5/6
দেওয়াল থেকে দূরে কাঠের সেলফ-এ টিভি রাখা সব থেকে ভাল। এতে টিভির কোনওরকম ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে না।
advertisement
6/6
টিভি হ্যাঙ্গিং স্ট্যান্ডে রাখতে পারেন। এতেও টিভিতে কোনও ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে না। এই স্ট্যান্ডে টিভি রাখলে সেটি দেওয়াল থেকে দূরে থাকবে।