TRENDING:

Mobile Explosion: ফোনের কভারে টাকা রাখেন? এখনই সতর্ক হোন! নাহলে মারাত্মক ক্ষতির মুখে পড়তে পারেন

Last Updated:
Mobile Explosion: মোবাইল কভারের ভিতরে টাকা বা কার্ড রাখা মোটেই নিরাপদ নয়। মোবাইলের তাপ ও চৌম্বক ক্ষেত্র কার্ডের ক্ষতি করতে পারে। পাশাপাশি নকল কভার তাপ আটকে দিয়ে বিস্ফোরণের ঝুঁকি বাড়ায়। তাই অবশ্যই এড়িয়ে চলা উচিত।
advertisement
1/6
ফোনের কভারে টাকা রাখেন? এখনই সতর্ক হোন! নাহলে মারাত্মক ক্ষতির মুখে পড়তে পারেন
আজ আমরা এমন এক যুগে বাস করছি, যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি বা এআই টেকনোলজি এবং মোবাইল ফোন আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। আজকাল প্রত্যেকের কাছেই স্মার্টফোন থাকে। যার মাধ্যমে কেবল একাধিক তথ্যই পাওয়া যায় না, এর পাশাপাশি গ্রাহকরা গোটা বিশ্বের মানুষের সঙ্গে সংযোগ গড়ে তুলতে পারেন। স্মার্টফোন এখন কেবল কলিং বা মেসেজের মধ্যেই সীমাবদ্ধ নয়। বরং এটি আমাদের দৈনন্দিন চাহিদাও পূরণ করে। কিন্তু প্রায়শই আমরা একটি ছোট ভুল করে ফেলি, যা আমাদের বড় ক্ষতি করে দিতে পারে।
advertisement
2/6
আমরা যখন বাইরে বার হই, তখন অল্পস্বল্প প্রয়োজনীয় জিনিসপত্র নিজেদের সঙ্গে রাখি। সেই কারণে অনেকেই মোবাইল কভারের মধ্যে খুচরো টাকা অথবা এটিএম/ক্রেডিট কার্ড রেখে দেন। এই পন্থাটি সহজ মনে হলেও এটি খুবই বিপজ্জনক বলে প্রমাণিত হতে পারে। আসলে হামেশাই মোবাইল ফোনে বিস্ফোরণ হওয়ার কিংবা আগুন ধরে যাওয়ার ঘটনা প্রকাশ্যে আসে। এর জন্য আমাদের অসাবধানতাও দায়ী থাকে।
advertisement
3/6
আসলে মোবাইল ফোন খুব গরম হয়ে গেলে এই সমস্যাটি দেখা দেওয়ার আশঙ্কা অনেকাংশে বেড়ে যায়। অনেকেই দীর্ঘক্ষণ ফোন ব্যবহার করেন, কিংবা উচ্চ ভলিউমে গান শোনেন, ক্রমাগত চার্জিংয়ে বসান অথবা ওয়্যারলেস চার্জিং ব্যবহার করে থাকেন। এর ফলে মোবাইলে একটি চৌম্বক ক্ষেত্র তৈরি হয়। আর এই সময় যদি মোবাইলের ব্যাক কভারের মধ্যে ক্রেডিট কার্ড অথবা ডেবিট কার্ড থাকে, তা বিপদ ডেকে আনে।
advertisement
4/6
কারণ মোবাইলে তৈরি চৌম্বক ক্ষেত্রটি ক্রেডিট অথবা ডেবিট কার্ডে থাকা চৌম্বকীয় স্ট্রাইপ ডেটার ক্ষতি করে দিতে পারে। ফোনের প্রসেসর বা ব্যাটারিতে অতিরিক্ত চাপ পড়লে অগ্নিসংযোগ হয়ে যেতে পারে। এছাড়াও ভুলভাল অথবা লোকাল চার্জার ব্যবহার করলে ব্যাটারিতে বিস্ফোরণ ঘটার ঝুঁকিও অনেকাংশে বেড়ে যায়।
advertisement
5/6
শুধু ক্রেডিট অথবা ডেবিট কার্ডই নয়, ফোন কভারের মধ্যে টাকার নোট রাখাও সম্পূর্ণ নিরাপদ নয়। আসলে এর মধ্যে অনেক ধরনের রাসায়নিক ব্যবহার করা হয়ে থাকে, যা ফোনে উৎপন্ন তাপকে বাইরে বেরোতে দেয় না। এমন পরিস্থিতিতে তাপ ফোনের ভিতরেই আটকে থাকে এবং তার জেরে বিস্ফোরণ ঘটে যেতে পারে। ভুলভাল অথবা নকল মোবাইল কভারের ক্ষেত্রেও একই বিষয় প্রযোজ্য। কারণ এই ধরনের কভার ফোনে উৎপন্ন তাপকে বাইরে বেরিয়ে যেতে বাধা দেয়।
advertisement
6/6
তাই মোবাইল কভারের ভিতরে টাকার নোট অথবা ক্রেডিট বা ডেবিট কার্ড রাখা একেবারেই নিরাপদ নয়। আসলে মোবাইল কভারের ভিতরে কিছুই রাখা উচিত নয়। যদি কেউ এটি আলাদা করে রাখতে চান, তাহলে মোবাইল কভারের পরিবর্তে আলাদা কার্ড হোল্ডার বা ওয়ালেট ব্যবহার করাই ভাল। আসলে মোবাইল আমাদের জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। তাই মোবাইল ব্যবহারের ক্ষেত্রে একটু অসাবধানতা গ্রাহকদের বড়সড় সমস্যায় ফেলে দিতে পারে। তাই মোবাইলের কভারে নোট এবং কার্ড রাখার ভুল কখনওই করা চলবে না।
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
Mobile Explosion: ফোনের কভারে টাকা রাখেন? এখনই সতর্ক হোন! নাহলে মারাত্মক ক্ষতির মুখে পড়তে পারেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল