Diwali 2024: দীপাবলিতে প্রিয়জনকে উপহার দিতে পারেন এই ৫ গ্যাজেট
- Published by:Ananya Chakraborty
- trending desk
- Reported by:Trending Desk
Last Updated:
Diwali 2024: দীপাবলি বা ভাইফোঁটায় যদি উপহার কিনতেই হয়, একবার নিচের তালিকায় চোখ রাখা যেতেই পারে
advertisement
1/6

ফুল, ফল, মিষ্টি, পোশাক, প্রসাধনী, সুগন্ধি, বই, অন্দরসাজের সামগ্রী- দেওয়া যায় সব কিছুই। তবে যুগ এখন প্রযুক্তির। প্রতি পদে তা আমাদের জীবনের সঙ্গে জড়িয়ে। তাই দীপাবলি বা ভাইফোঁটায় যদি উপহার কিনতেই হয়, একবার নিচের তালিকায় চোখ রাখা যেতেই পারে!
advertisement
2/6
Noise Pulse 2 Max : স্মার্ট উপহারের কথা উঠলে স্মার্টওয়াচের কথা আসবেই, বিশেষ করে দাম যদি হয় মাত্র ১০৯৯ টাকা। 550 নিটস ব্রাইটনেসের 1.85" TFT LCD ডিসপ্লেতে সূর্যের আলোতেও সব কিছু স্পষ্ট দেখা যাবে। আছে ব্লুটুথ কলিংয়ের সুবিধা, ট্রু সিঙ্ক প্রযুক্তি যোগাযোগের নিরবচ্ছিন্নতাও নিশ্চিত করবে। ঘুমের ব্যাঘাত যাতে না ঘটে, তার জন্য রয়েছে স্মার্ট DND। 100+ স্পোর্টস মোড, 150+ ক্লাউড বেসড ওয়াচ ফেস, Noise Health Suite, সঙ্গে ১০ দিনের ব্যাটারি লাইফ- আর কী চাই!
advertisement
3/6
Cosmic Byte ARES Wireless Controller : গেম-পাগলদের এখন প্রায় সব পরিবারেই খুঁজে পাওয়া যাবে। প্রেশার সেনসিটিভ অ্যানালগ ট্রিগার, এলইডি ব্যাকলিট বাটন, ভাইব্রেশন ফিডব্যাক, 8-10m ওয়ারলেস রেঞ্জ, জিরো ল্যাগ কানেকশন, ১২ দিনের ব্যাটারি লাইফ সহ 700mAh ব্যাটারিযুক্ত আর্গোনমিক ডিজাইনের এই রাবারাইজড টেক্সচার স্টিক সবারই মন জয় করবে। দামও কম, মাত্র ১৫৯৯ টাকা।
advertisement
4/6
OnePlus Nord Buds 3 : ইয়ারবাডের চাহিদাও এখন তুঙ্গে, দেখা যায় প্রায় সবার কানে। এর 12.4mm ডায়নামিক ড্রাইভার নিখুঁত সাউন্ড কোয়ালিটি দেয়। সঙ্গে আছে 32dB পর্যন্ত অ্যাকটিভ নয়েজ ক্যানসেলেশনের সুবিধা, ট্রান্সপারেন্ট মোড একে করে তুলেছে আরও আকর্ষণীয়। রয়েছে Bluetooth 5.4 এবং Google Fast, ফলে একবার ওপেন করলেই ফোনের সঙ্গে কানেক্টেড হতে বিন্দুমাত্র সময় নেবে না। হারমোনিক গ্রে এবং মেলোডিক হোয়াইট- দুটো রঙই যথেষ্ট ফ্যাশনেবল। দাম মাত্র ২২৯৯ টাকা।
advertisement
5/6
boAt Stone 620 Bluetooth Speaker : গান শুনতে, ওটিটি দেখতে সবেতেই দারুণ কাজে আসবে এই স্পিকার। 120Hz-20KHz ফ্রিকোয়েন্সি রেঞ্জের 12W RMS স্টিরিও সাউন্ড গমগমে এক অভিজ্ঞতা এনে দেবে। TWS ফাংশনালিটি, IPX4 ওয়াটার রেজিস্ট্যান্স সহ এই স্পিকার মাত্র ৩ ঘণ্টার চার্জে ১০ ঘণ্টা প্লে-টাইম অফার করে। বিল্ট-ইন মাইক, ইজি অ্যাকসেস কন্ট্রোলের সুবিধা যেমন এতে পাওয়া যাবে, তেমনই মিলবে Bluetooth, AUX এবং USB কানেক্টিভিটি। দাম মাত্র ১৭৯৯ টাকা।
advertisement
6/6
JBL Tune 510BT headphone : স্পিকার যদি উপহারের তালিকায় থাকে, হেডফোনটাও বাদ দেওয়া যাবে না। এর 32mm ডায়নামিক ড্রাইভার খাস JBL Pure Bass সাউন্ড এনে দেবে। Bluetooth 5.0 দেবে ৪০ ঘণ্টা পর্যন্ত ওয়ারলেস প্লে-টাইম। রয়েছে ৫ মিনিটেই ২ ঘণ্টা টানার মতো ক্যুইক চার্জিং এবং ডুয়াল পেয়ারিংয়ের সুবিধাও। দাম মাত্র ২২৯৯ টাকা।