Diwali 2023: আলো দিয়ে ঘর সাজাবেন? কোন আলো কিনবেন? দীপাবলির আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলি
Last Updated:
বৈদ্যুতীন সামগ্রী কেনার সময় সর্বদাই এই বিষয়টি মাথায় রাখা প্রয়োজন। সেক্ষেত্রে বিশ্বস্ত ব্র্যান্ডের পণ্যই কেনা দরকার।
advertisement
1/8

হাতে বেশি সময় নেই। রবিবার দীপাবলি। সারা ভারত জুড়ে চলছে, প্রস্তুতি। এই সময় প্রায় সকলেই নিজের নিজের সামর্থ্য অনুযায়ী বাড়ি সাজান। বিশেষত আলোর সাজ। সকলের বাড়িতেই এই সময় নানা ধরনের আলো লাগানো হয়।
advertisement
2/8
অনেকেই তাঁদের অফিসও সুন্দর করে সাজানোর চেষ্টা করেন। যাঁরা, বাড়ি বা অফিসের জন্য আলো এখনও কিনে ফেলেননি, প্রস্তুতি নিচ্ছেন, তাঁরা অবশ্যই কয়েকটা জিনিস মাথায় রাখতে পারেন।
advertisement
3/8
দীপাবলির আলো কেনার আগে পাঁচটি বিষয় মাথায় রাখা প্রয়োজন—বিশ্বস্ত ব্র্যান্ড: বৈদ্যুতীন সামগ্রী কেনার সময় সর্বদাই এই বিষয়টি মাথায় রাখা প্রয়োজন। সেক্ষেত্রে বিশ্বস্ত ব্র্যান্ডের পণ্যই কেনা দরকার।
advertisement
4/8
এতে নিরাপত্তা ও সুরক্ষা যেমন বজায় থাকে, তেমনই একটি আলোর দীর্ঘ দিন পর্যন্ত ব্যবহার করা যেতে পারে। ভাল, নামী ব্র্যান্ডের আলো অনেক বেশিদিন পর্যন্ত ব্যবহার করা যেতে পারে। শর্ট-সার্কিটের আশঙ্কাও কম হয়।
advertisement
5/8
শক্তি ও অর্থের সাশ্রয়:এখন বাজারে রয়েছে স্মার্ট আলো। এগুলি অর্থ সাশ্রয় করতে সাহায্য করতে পারে। স্মার্ট এলইডি আলো ব্যবহার করলে সাধারণ আলোর চেয়ে অনেক কম শক্তি খরচ হয়। এতে ‘ডিমিং ফিচার’ থাকে, যা সত্যিই বিদ্যুতের খরচ কমাতে পারে। সাধারণ বাল্বের তুলনায়, LED বাল্ব টেঁকেও অনেক বেশি দিন।
advertisement
6/8
অবস্থান অনুযায়ী আলো নির্বাচন:আলো কেনার আগে ভাল করে ভেবে নিতে হবে, ঠিক কোন জায়গায় কোন আলোটি লাগানো হবে। শোবার ঘর, পড়ার ঘর, খাবার ঘর বা ঠাকুরঘর— এক এক জায়গায় এক এক রকমের ঔজ্জ্বল্য প্রয়োজন। তাই আলো আলাদা আলাদা নির্বাচন করাই ভাল।
advertisement
7/8
স্ট্রিপ লাইট: স্ট্রিপ লাইট ইনস্টল করা সহজ। বাগানের জন্য এগুলি খুব ভাল। খুব সহজে গাছের গায়েও এগুলি লাগিয়ে দেওয়া যায়। এই আলোগুলি সহজেই বোতলে রাখা যায় এবং গাছে ঝোলানো যায়। দেখতে খুবই সুন্দর লাগে।
advertisement
8/8
পর্দার ব্যবহার:পর্দার উপর লাগানোর জন্য আলো কেনার আগে তার গুণমান নিয়ে সচেতন হতে হবে। মনে রাখতে হবে, ওই আলো যেন বেশি গরম না হয়। তাতে অতিরিক্ত তাপ থেকে আগুন লাগার আশঙ্কা থেকে যাবে।