দীপাবলিতে ছবি তুলুন নিজের মোবাইলে! শুধু মাথায় রাখুন এই টিপস
- Published by:Sayani Rana
- trending desk
Last Updated:
দীপাবলির সময় ছবি তোলার জন্য আদর্শ। এক সময় এই দীপাবলির আগে সংবাদপত্রের পাতায় ক্যামেরার বিজ্ঞাপনও দেওয়া হত। এখন সেসবের প্রয়োজন নেই। সকলের হাতেই রয়েছে মোবাইল ক্যামেরা।
advertisement
1/9

একটা সময় এমন ছিল যখন ক্যামেরা ছিল দুষ্প্রাপ্য। অনেক কষ্ট করে একখানা ছবি তুলতে হত। তার নেগেটিভ প্রিন্ট করানোও ছিল দারুন কষ্টসাধ্য। অনেক সময়ই দেখা যেত, এত কষ্ট করেও ছবি ভাল ওঠেনি।
advertisement
2/9
সেই জমানা বদলে গেছে। এখন সকলের হাতে হাতে ক্যামেরা। গত তিন চার বছরে পরিস্থিতি আরও বদলেছে। ছোট্ট মোবাইলের ক্যামেরাও হয়ে উঠেছে অনেক শক্তিশালী। তা দিয়েই বিশ্ব জগতের চোখ ধাঁধানো ছবি তুলে বেড়াচ্ছেন সকলে।
advertisement
3/9
দীপাবলির সময় ছবি তোলার জন্য আদর্শ। এক সময় এই দীপাবলির আগে সংবাদপত্রের পাতায় ক্যামেরার বিজ্ঞাপনও দেওয়া হত। এখন সেসবের প্রয়োজন নেই। সকলের হাতেই রয়েছে মোবাইল ক্যামেরা। এই দীপাবলিতে আরও ভাল ছবি কীকরে তোলা যায়, রইল তার সুলুক সন্ধান।
advertisement
4/9
ভাল ছবি তুলতে গেলে সব সময় মাথায় রাখতে হয় কিছু কথা, তা সে প্রিয়জনের ছবিই তোলা হোক বা কোনও সুন্দর মুহূর্ত বন্দি করা হোক।
advertisement
5/9
স্মার্টফোনের দৌলতে ছবি তোলা যেমন সহজ, তেমনই তা আরও শিল্প সমৃদ্ধ হয়ে উঠতে পারে একটু কষ্ট করলেই। সেই কষ্ট শারীরিক কসরৎ নয়, বরং মাথা খাটিয়ে ছবি তোলা প্রয়োজন।
advertisement
6/9
ছবি তোলার সময় কিছু সাধারণ বিষয় আমরা উপেক্ষা করে থাকি। সেই দিকে নজর দেওয়া দরকার। ছবি ভাল করার জন্য রেজোলিউশন যেমন দরকার। ঠিক তেমনই দরকার ছবিতে সঠিক ফোকাস করা। এতে ছবির মান যেমন ভাল হবে, বিষয়বস্তুও পাবে যথাযথ গুরুত্ব। শুধু তাই নয়। এই ফোকাসই হল আসল বিষয়। এই জায়গায় কোনও ভুল হয়ে গেলেই একেবারে নষ্ট হয়ে যেতে পারে ছবি।
advertisement
7/9
নজর দিতে হবে সার্বিক এক্সপোজারের দিকেও। আলোই হল ছবির মূল কথা। কম আলোতেও বুদ্ধি করে ভাল ছবি তুলে ফেলা সম্ভব। আবার যেখানে যতটা আলোর প্রয়োজন, সেটা না থাকলে দারুন কোনও দৃশ্যও ক্যামেরাবন্দি করা সম্ভব হবে না।
advertisement
8/9
তবে আজকাল মোবাইল ক্যামেরায় অনেক ফিচার থাকে, সব কাজে লাগালেই যে ভাল ছবি উঠবে তেমন নয়। যেমন দীপাবলির সময় আলট্রাওয়াইড লেন্সের ব্যবহার খুব কাজে নাও দিতে পারে। উৎসব মরশুমে ফোকাল লেংথ-এর প্রয়োজন নেই।
advertisement
9/9
বরং পোট্রেট মোড ব্যবহার করা যেতে পারে। এতে বোকে বা ব্লার পাওয়া সম্ভব হবে। ছবিতে DSLR-এর মতো পেশাদারিত্ব আসবে।