TRENDING:

Diwali 2019: WhatsApp Sticker, GIF, Quotes-এর মাধ্যমেই বন্ধুদের পাঠান শুভেচ্ছা

Last Updated:
WhatsApp Sticker-এর মাধ্যমেই প্রিয়জনদের পাঠান দীপাবলির শুভেচ্ছা
advertisement
1/6
Diwali 2019: WhatsApp Sticker, GIF, Quotes-এর মাধ্যমেই বন্ধুদের পাঠান শুভেচ্ছা
আজ কালীপুজো ও দীপাবলি। শক্তির আরাধনায় মেতে বাংলা। সহস্র প্রদীপ জ্বেলে দেশের সনাতন ধর্মাবলম্বীরা উদযাপন করবেন দীপাবলি উৎসব ও শ্যামাপূজা। আর এই উৎসবের শুভেচ্ছা জানাতে ইতিমধ্যেই WhatsApp হাজির হয়েছে নতুন স্টিকার প্যাক।
advertisement
2/6
WhatsApp-এ দীপাবলি বা কালীপুজোর স্টিকার পাঠানোর জন্য সবার প্রথমে চ্যাট উইন্ডর ডান দিকে নীচে ইমোজি আইকনে ট্যাপ করুন। ইমোজি গ্যালারি ওপেন হলে ডান দিকে নীচে স্টিকার আইকন দেখতে পাবেন।
advertisement
3/6
নতুন স্টিকার প্যাক অ্যাড করার জন্য একয়ি '+’ বাটন থাকবে। এই '+’ আইকনে ক্লিক করুন। এখানে প্লে স্টোর থেকে আরও স্টিকার ডাউনলোড করার অপশান দেখতে পাবেন। এই অপশান সিলেক্ট করলে স্মার্টফোনে প্লে স্টোর ওপেন হয়ে যাবে।
advertisement
4/6
এখান থেকে আপনি দিওয়ালি Stickers ডাউনলোড করতে পারবেন। এরপর আপনি Add to WhatsApp-এর অপশন দেখতে পাবেন, সেটাতে ক্লিক করুন।
advertisement
5/6
এবার আপনি নিজের WhatsApp Chat খুলুন, তারপর ওই চ্যাটটে ক্লিক করুন যাকে আপনি দীপাবলির শুভেচ্ছা পাঠাতে চান। Stickers-এর অপশনে গিয়ে নিজের পছন্দের মতো স্টিকার পাঠিয়ে দিন।
advertisement
6/6
এছাড়াও আপনি চাইলে GIF-র মাধ্যমেও আপনি শুভেচ্ছা পাঠাতে পারবেন। এর জন্য বেশি কিছু করতে হবে না। চ্যাট বক্সে গিয়ে 'Diwali GIF' লিখলেই অনেক অপশন দেখতে পেয়ে যাবেন। নিজের এচ্ছে মতো বেছে পাঠিয়ে দিন প্রিয়জনদের
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
Diwali 2019: WhatsApp Sticker, GIF, Quotes-এর মাধ্যমেই বন্ধুদের পাঠান শুভেচ্ছা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল