Diwali 2019: WhatsApp Sticker, GIF, Quotes-এর মাধ্যমেই বন্ধুদের পাঠান শুভেচ্ছা
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
Last Updated:
WhatsApp Sticker-এর মাধ্যমেই প্রিয়জনদের পাঠান দীপাবলির শুভেচ্ছা
advertisement
1/6

আজ কালীপুজো ও দীপাবলি। শক্তির আরাধনায় মেতে বাংলা। সহস্র প্রদীপ জ্বেলে দেশের সনাতন ধর্মাবলম্বীরা উদযাপন করবেন দীপাবলি উৎসব ও শ্যামাপূজা। আর এই উৎসবের শুভেচ্ছা জানাতে ইতিমধ্যেই WhatsApp হাজির হয়েছে নতুন স্টিকার প্যাক।
advertisement
2/6
WhatsApp-এ দীপাবলি বা কালীপুজোর স্টিকার পাঠানোর জন্য সবার প্রথমে চ্যাট উইন্ডর ডান দিকে নীচে ইমোজি আইকনে ট্যাপ করুন। ইমোজি গ্যালারি ওপেন হলে ডান দিকে নীচে স্টিকার আইকন দেখতে পাবেন।
advertisement
3/6
নতুন স্টিকার প্যাক অ্যাড করার জন্য একয়ি '+’ বাটন থাকবে। এই '+’ আইকনে ক্লিক করুন। এখানে প্লে স্টোর থেকে আরও স্টিকার ডাউনলোড করার অপশান দেখতে পাবেন। এই অপশান সিলেক্ট করলে স্মার্টফোনে প্লে স্টোর ওপেন হয়ে যাবে।
advertisement
4/6
এখান থেকে আপনি দিওয়ালি Stickers ডাউনলোড করতে পারবেন। এরপর আপনি Add to WhatsApp-এর অপশন দেখতে পাবেন, সেটাতে ক্লিক করুন।
advertisement
5/6
এবার আপনি নিজের WhatsApp Chat খুলুন, তারপর ওই চ্যাটটে ক্লিক করুন যাকে আপনি দীপাবলির শুভেচ্ছা পাঠাতে চান। Stickers-এর অপশনে গিয়ে নিজের পছন্দের মতো স্টিকার পাঠিয়ে দিন।
advertisement
6/6
এছাড়াও আপনি চাইলে GIF-র মাধ্যমেও আপনি শুভেচ্ছা পাঠাতে পারবেন। এর জন্য বেশি কিছু করতে হবে না। চ্যাট বক্সে গিয়ে 'Diwali GIF' লিখলেই অনেক অপশন দেখতে পেয়ে যাবেন। নিজের এচ্ছে মতো বেছে পাঠিয়ে দিন প্রিয়জনদের