TRENDING:

ডার্কনেট ব্যবহার করছেন? হ্যাকারদের নজরে কিন্তু রয়েছেন আপনিও

Last Updated:
advertisement
1/10
ডার্কনেট ব্যবহার করছেন? হ্যাকারদের নজরে কিন্তু রয়েছেন আপনিও
ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব এর সবথেকে বিপজ্জনক জায়গা 'ডার্কনেট’। এখানে ইন্টারনেট ব্যবহারকারীর পরিচয় জানা খুব শক্ত। শুধুমাত্র Tor ব্রাউজার ব্যবহার করেই 'ডার্কনেট’ ব্যবহার করা যায়। 'ডার্কনেট’ সপর্কে দশটি অজানা তথ্য জেনে নিন। (Photo collected)
advertisement
2/10
সারফেস ওয়েব শুধুমাত্র গুগল সার্চে দেখা যায়। যা মোট ইন্টারনেটের মাত্র ৪ শতাংশ। বাকি ৯৬ শতাংশ ইন্টারনেট কখনই ইন্টারনেটে দেখা যায় না। (Photo collected)
advertisement
3/10
'ডার্কনেট’ ব্যবহার করে জঙ্গীরা বেআইনি অস্ত্র পাচার ও মাদক পাপাচারের কাজ করে। 'ডার্কনেট’ এ রয়েছে আলাদা গোপন চ্যাটরুম। কোন ভাবেই এই চ্যাটরুমের হদিশ পাওয়া সম্ভব না। (Photo collected)
advertisement
4/10
'ডার্কনেট’ ব্যবহার কোন ভাবেই বেআইনি নয়। তবে এখানে জঙ্গি ও হ্যাকাররা খুব বেশি পরিমানে উপস্থিত থাকে। তাই 'ডার্কনেট’ ব্যবহার নিজের সুরক্ষার জন্য খুবই বিপজ্জনক। (Photo collected)
advertisement
5/10
'ডার্কনেট’ এ গুগল কাজ করে না। কোন ভাবেই গুগল থেকে 'ডার্কনেট’ এর কোন ওয়েবসাইট খুঁজে পাওয়া সম্ভব নয়। (Photo collected)
advertisement
6/10
'ডার্কনেট’ এর অন্যতম জনপ্রিয় সোশ্যাল মিডিয়ার নাম 'এলো’। ' 'ডার্কনেট’ থেকে ফেসবুক ব্যবহার না করাই বুদ্ধিমানের কাজ। (Photo collected)
advertisement
7/10
'ডার্কনেট’ এ কোন ভাবেই ব্রাউজিন হিস্ট্রি সেভ হয় না। এছাড়াও 'ডার্কনেট’ ব্রাউজিং ট্র্যাক করা প্রায় আসম্ভবব। (Photo collected)
advertisement
8/10
ব্যক্তিগত তথ্য গোপন রাখাই 'ডার্কনেট’ ব্যবহারের প্রধান উদ্দেশ্য। (Photo collected)
advertisement
9/10
বিশ্বব্যাপী গোয়েন্দা সংস্থা ও সরকারের গোপন কাজের জন্য 'ডার্কনেট’ ব্যবহার হয়। 'ডার্কনেট’ থেকে চুরি যাওয়া মোবাইল, কম্পিউটার, মাদক ও অস্ত্র কেনা যায়। (Photo collected)
advertisement
10/10
'ডার্কনেট’ এ কেউ নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহার করে পেমেন্ট করে না। প্রধানত বিটকয়েনের মতো ক্রিপ্টোকারেন্সি ব্যবহার করে 'ডার্কনেট’ এ লেনদেন হয়। (Photo collected)
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
ডার্কনেট ব্যবহার করছেন? হ্যাকারদের নজরে কিন্তু রয়েছেন আপনিও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল