Cyber Crime: সাবধান! Facebook-এ আসছে 'মৃত্যুসংবাদ', ভয়ঙ্কর প্রতারণার শিকার হতে পারেন আপনিও
- Published by:Salmali Das
- trending desk
Last Updated:
Cybercrime: ক্রমশ বাড়ছে অনলাইন প্রতারণার চক্র। মাঝে মধ্যেই Facebook-এ আসে সন্দেহজনক মেসেজ। এই সব মেসেজের লিঙ্ক খুললে খোয়া যেতে পারে ব্যক্তিগত তথ্য।
advertisement
1/8

ক্রমশ বাড়ছে অনলাইন প্রতারণার চক্র। মাঝে মধ্যেই Facebook-এ আসে সন্দেহজনক মেসেজ। এই সব মেসেজের লিঙ্ক খুললে খোয়া যেতে পারে ব্যক্তিগত তথ্য। সম্প্রতি জানা গিয়েছে সোশ্যাল মিডিয়ায় ‘Look who died’ নাম দিয়ে এক নতুন প্রতারণা কৌশল করা হয়েছে।
advertisement
2/8
অস্ট্রেলিয়ায় অনেকেই এই নতুন কেলেঙ্কারির শিকার হয়েছেন। সম্প্রতি ভারতেও পাওয়া গিয়েছে এমন প্রতারণার খোঁজ। এই প্রতারণার কৌশল এমন ভাবে সাজানো হয়েছে যাতে মানুষ হত চকিত হয়ে পাঠানো লিঙ্কে ক্লিক করতে বাধ্য হয় এবং শিকারের সমস্ত তথ্য প্রতারকদের হাতে চলে যায়।
advertisement
3/8
জানা গিয়েছে, নিজের কোনও বন্ধুর তরফ থেকেই মেসেজটি আসতে পারে। হতে পারে সেই অ্যাকাউন্টটি আদতে ভুয়ো, অথবা, কেউ ওই অ্যাকাউন্টটি হ্যাক করেও মেসেজ পাঠাতে পারে।
advertisement
4/8
পাঠানো মেসেজে লেখা থাকতে পারে ‘Look who died’। এর সঙ্গে থাকবে কোনও সংবাদ নিবন্ধের লিঙ্কও। চেনা কোনও ব্যক্তির উল্লেখও থাকতে পারে।
advertisement
5/8
ফাঁদে পা দিয়ে যদি কেউ নিবন্ধটি পড়ার জন্য লিঙ্কটিতে ক্লিক করেন, তবে তাঁকে Facebook অ্যাকাউন্টের ইউজার নেম ও পাসওয়ার্ড লিখতে বলা হবে। এই লিঙ্কটি নিজেই আসলে একটি ক্ষতিকারক সফ্টওয়্যার। এটি ব্যবহারকারীর লগইন ডিটেলস এবং ব্যক্তিগত তথ্য চুরি করে।
advertisement
6/8
সমস্ত তথ্য দিয়ে দিলেই জালিয়াতরা ব্যবহারকারীর অ্যাকাউন্টের অধিকার পেয়ে যাবে। তারপর ফের ওই অ্যাকাউন্ট থেকে তাঁর বন্ধু তালিকার সমস্ত বন্ধুর কাছে একই মেসেজ পাঠাবে। এই ভাবেই চলতে থাকবে তথ্য চুরির খেলা।
advertisement
7/8
হ্যাকাররা আপনার Facebook অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত তথ্য যেমন ই-মেইল, ফোন নম্বর এবং জন্ম তারিখ চুরি করে নেবে। অন্য অনলাইন অ্যাকাউন্টের হদিশ পেতেই তথ্য ব্যবহার করা হবে।
advertisement
8/8
যদি তারা কোনও ভাবে ব্যাঙ্ক অ্যাকাউন্টের হদিশ পেয়ে যায় জালিয়াতরা, তবে তা খালি হতে সময় নেবে মাত্র কয়েক মিনিট। তাই এই ধরনের ফাঁদে পা দেওয়া যাবে না কোনও মতেই। চালু রাখতে হবে টু-ফ্যাক্টর অথেন্টিকেশন।