৫,০০০ টাকার ঋণের জন্য ১৫,০০০ টাকা আদায়! ইনস্ট্যান্ট লোন অ্যাপ থেকে সাবধান ! এক ভুলেই খালি হবে অ্যাকাউন্ট
- Published by:Ananya Chakraborty
- Reported by:Trending Desk
Last Updated:
Cyber Fraud: ছোট ঋণের লোভে নিজের ব্যক্তিগত তথ্য ঝুঁকির মুখে ফেলা একেবারেই উচিত নয়। যে কোনও অ্যাপ ডাউনলোড করার আগে এটা আদতে ভরসাযোগ্য কি না, সেটা পরীক্ষা করে নিতে হবে।
advertisement
1/8

সম্প্রতি পুণেতে পুলিশের জালে পড়েছে একজন সাইবার অপরাধী। তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে, একটি ভুয়ো লোন অ্যাপের মাধ্যমে কয়েকশো মানুষকে প্রতারণা করেছিল সে। ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন থেকে জানা যাচ্ছে যে, অভিযুক্ত ওই সাইবার অপরাধী ছোটখাটো লোনের প্রলোভন দেখিয়ে মানুষের ব্যক্তিগত তথ্য চুরি করত এবং তারপর তাঁদেরই ব্ল্যাকমেল করত।
advertisement
2/8
ঠিক কী হয়েছিল? আসলে একজন ব্যক্তির ফোনে একটি অজানা নম্বর থেকে ৫,০০০ টাকা ঋণ দেওয়ার প্রস্তাব এসেছিল। এদিকে ওই ব্যক্তিরও টাকার প্রয়োজন ছিল। তাই তিনি সেই লোনের অফার একপ্রকার লুফে নিয়েছিলেন। কিন্তু তারপর থেকেই সমস্যার সূত্রপাত। পড়শি দেশ পাকিস্তানের বেশ কয়েকটি নম্বর থেকে তাঁর কাছে ফোন আসতে থাকে এবং তাঁর কাছে ৯,০০০ টাকা দাবি করা হয়।
advertisement
3/8
পরে অবশ্য সেই পরিমাণ আরও বাড়িয়ে ১৫,০০০ টাকা চাওয়া হয়। কিন্তু ওই ব্যক্তি যখন টাকা দিতে অস্বীকার করেন, তখন তাঁর এডিটেড কিছু ছবি তাঁর পরিচিতদের কাছে পাঠিয়ে দেওয়ার হুমকি দিতে থাকে স্ক্যামাররা। আসলে ওই ব্যক্তি যখন লোন অ্যাপটি ডাউনলোড করেছিলেন, তখন সংশ্লিষ্ট অ্যাপটি তাঁর ফোনের ছবি এবং কন্ট্যাক্টের অ্যাক্সেস পেয়ে গিয়েছিল।
advertisement
4/8
ফলে বোঝাই যাচ্ছে, এই ধরনের ভুয়ো অ্যাপ থেকে নিজেকে সুরক্ষিত রাখা কতটা আবশ্যক! আজকের প্রতিবেদনে রইল সেই সংক্রান্ত কিছু টিপস-ই। ভুয়ো লোন অ্যাপ থেকে নিরাপদ থাকার উপায়:
advertisement
5/8
শুধুমাত্র বিশ্বাসযোগ্য অ্যাপের ব্যবহার: ঋণ নিতে হলে শুধুমাত্র সেই সব অ্যাপ ব্যবহার করা আবশ্যক, যেগুলো জনপ্রিয় এবং কোনও ব্যাঙ্কের সঙ্গে যুক্ত। অথবা আরবিআই-এর সঙ্গে এনবিএফসি রেজিস্টার্ড থাকা অ্যাপও ব্যবহার করা যেতে পারে। কারণ এই ধরনের অ্যাপগুলি সাধারণত আরবিআই-এর নিয়ম মেনে কাজ করে।
advertisement
6/8
সুদের হারের দিকে নজর: যদি ঋণগ্রহীতার ক্রেডিট হিস্ট্রি দুর্বল হয়, তাহলে ১২-১৮ শতাংশ সুদের হার স্বাভাবিক হতে পারে। কিন্তু যদি কোনও অ্যাপ ৩০-৩৫ শতাংশের বেশি সুদ চায়, তাহলে কিন্তু সেটি ভুয়ো হতে পারে।
advertisement
7/8
কোথা থেকে লোন আসছে, তা জানা আবশ্যক: লোন অ্যাপটি কোনও ব্যাঙ্ক বা আর্থিক প্রতিষ্ঠানের হয়ে কাজ করছে কি না, সেটা দেখে নিতে হবে। যদি সেটা না হয়, তাহলে ঋণগ্রহীতার তথ্যের অপব্যবহার হতে পারে।
advertisement
8/8
সব শেষে এটাই বলা যায় যে, ছোট ঋণের লোভে নিজের ব্যক্তিগত তথ্য ঝুঁকির মুখে ফেলা একেবারেই উচিত নয়। যে কোনও অ্যাপ ডাউনলোড করার আগে এটা আদতে ভরসাযোগ্য কি না, সেটা পরীক্ষা করে নিতে হবে। রিভিউ পড়তে হবে এবং অ্যাপটি আরবিআই দ্বারা পরিচালিত কি না, সেটাও দেখে নিতে হবে।