TRENDING:

করোনা মেসেজে নতুন প্রতারনার ফাঁদ, চোখের নিমেষে খালি হয়ে যাবে ব্যাংক অ্যাকাউন্ট

Last Updated:
আপনার টাকা-পয়সা, সব জরুরি তথ্য চুরি করে নাবে হ্যাকররা
advertisement
1/5
করোনা মেসেজে নতুন প্রতারনার ফাঁদ, চোখের নিমেষে খালি হয়ে যাবে ব্যাংক অ্যাকাউন্ট
মহামারী করোনা রোখাই চ্যালেঞ্জ। সারা দেশে করোনায় মৃত উনিশ। আক্রান্ত ৮৭৩। ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ১৪৯। মহারাষ্ট্রে আক্রান্ত সবচেয়ে বেশি। করোনা ভাইরাস ছড়ানোর সঙ্গে সঙ্গেই COVID-19 নাম ব্যবহার করে হ্যাকিংও বাড়তে শুরু করেছে। করোনা ভাইরাস ম্যাপ নামে একটি ম্যালওয়ার ব্যবহার করে বাঙ্কের সব তথ্য, পাসওয়ার্ড-সহ আপনার সব গোপন তথ্য চুরি করে নিচ্ছে।
advertisement
2/5
আতঙ্কের পাশাপাশি ছড়িয়ে পড়ছে একাধিক গুজব আর ভ্রান্ত ধারণা যা বিভ্রান্ত করছে লক্ষ লক্ষ সাধারণ মানুষকে। একই সঙ্গে প্রচার চলছে যে কীভাবে নিজেক আর নিজের পরিবারকে সুস্থ রাখবেন। আর সুযোগকে কাজে লাগাচ্ছে হ্যাকররা।
advertisement
3/5
মেল, মেসেজে বাঁ হোয়াটাসঅ্যাপের মাধ্যমে COVID-19 নাম ব্যবহার করে গ্রাহকের কম্পিউটারের দখল নেওয়ার চেষ্টা করছে হ্যাকররা। করোনা-বিপর্যস্ত ভারতের বর্তমান পরিস্থিতি সম্পর্কে সবিস্তারে জানতে ক্লিক করুন নিচের লিঙ্কে। এরকম কোনও মেসেজ পেলে ক্লিক করবেন না। ওই লিঙ্কে ক্লিক করলেই একটা পেয়ে যাবেন ডাউনলোড অপশন। এই ডাউনলোড অপশনে ক্লিক করলে একটি এপিকে ফাইল আপনার ফোনে ডাউনলোড হয়ে যাবে। আর সেই ফাইলে থাকা ম্যালওয়ারে আপনার ফনের অ্যাক্সেস নিয়ে নেবে।
advertisement
4/5
বশির ভাগ অফিস এখন ওয়ার্ক ফ্রম হোম দিয়ে রেখেছে, তাই বিভিন্ন টেলিকম কোম্পানি গ্রাহকদের বেশি করে ইন্টারনেট পরিষেবা দিচ্ছে। এই সুজগও কাজে লাগাচ্ছে হ্যাকাররা। অতিরিক্ত ডেটার অফারের মেসেজের মাধ্যমে আপনার ফোন হ্যাক করছে তারা।
advertisement
5/5
সম্প্রতি এই তথ্য প্রকাশ করেছে Barracuda Networks নামের একটি সিকিউরিটি কোম্পানি। এরই মধ্যে এই কোম্পানি মোট ৪৬৭,৮২৫ ফিশিং ইমেল সনাক্ত করেছ্‌ যার মধ্যে ৯,১১৬ ইমেলে COVID-19 -এর উল্লেখ ছিল।
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
করোনা মেসেজে নতুন প্রতারনার ফাঁদ, চোখের নিমেষে খালি হয়ে যাবে ব্যাংক অ্যাকাউন্ট
Open in App
হোম
খবর
ফটো
লোকাল