Fake SIM Card: ভুয়ো নথি দেখিয়ে সিম কার্ড জালিয়াতি! সাবধান! হতে পারে এই বিপদ
- Published by:Ananya Chakraborty
- hyperlocal
- Reported by:Mainak Debnath
Last Updated:
Fake SIM Card: এবার ভুয়োসিম কার্ড কেনা কিংবা বিক্রি করায় লাগাম দিচ্ছে প্রশাসন। ইতিমধ্যেই জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে জাল সিম কার্ড কারবারিদের গ্রেফতার করা হচ্ছে বিভিন্ন জায়গা থেকে।
advertisement
1/6

নদিয়া: ভুয়ো সিম কার্ড বা বলা ভাল জাল নথি দিয়ে তোলা সিমকার্ডের রমরমা বাজার ছেয়ে গিয়েছে। বেশকিছু অসাধু ব্যবসায়ীরা বিভিন্ন টেলিকমের সংস্থার কাছ থেকে সিমকার্ডের যাবতীয় তথ্য জাল করে সেই তথ্য দিয়ে একাধিক বিনা নথি যুক্ত সিম কার্ড বের করে ফেলেন। এবং তা বাজারে অনায়াসেই বিক্রি করেন।
advertisement
2/6
এই সমস্ত সিম কার্ড বিশেষত কেনেন অসাধু চক্ররা। তবে এবার ভুয়োসিম কার্ড কেনা কিংবা বিক্রি করায় লাগাম দিচ্ছে প্রশাসন। ইতিমধ্যেই জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে জাল সিম কার্ড কারবারিদের গ্রেফতার করা হচ্ছে বিভিন্ন জায়গা থেকে। এবং এই অভিযান আরও চলবে বলেই প্রশাসন সূত্রে খবর।
advertisement
3/6
পুলিশ সূত্রে জানা যায়, রানাঘাট পুলিশ জেলার সাতটি থানা এলাকা থেকে জাল সিম কার্ড কাণ্ডে ১১ জনকে গ্রেফতার করে আদালতে পাঠালো পুলিশ। অভিযান আরও চলবে খবর পুলিশ সূত্রে।
advertisement
4/6
বিশেষ অভিযান চালিয়ে রানাঘাট পুলিশ জেলার বিভিন্ন থানা থেকে মোট ১১ জনকে জাল সিমকার্ড কাণ্ডে গ্রেফতার করা হয়েছে। কল্যাণী থানা থেকে তিন জন, হরিণঘাটা থানা থেকে তিন জন, চাকদহ থানা থেকে একজন, রানাঘাট থানা থেকে একজন, তাহেরপুর থানা থেকে একজন, শান্তিপুর থানা থেকে একজন, ধানতলা থানা থেকে একজনকে গ্রেফতার করে আদালতে পাঠায় পুলিশ।
advertisement
5/6
পুলিশ সূত্রে খবর ধৃত সকলেই মোবাইলের দোকানে গ্রাহকদের কাছ থেকে ডকুমেন্ট নিয়ে বিভিন্ন জাল সিম কার্ড তৈরি করে ব্যবসা চালাত। পুলিশের কাছে অভিযোগ আসে এবং তারপরেই রানাঘাট পুলিশ জেলা জুড়ে রীতিমতো তদন্ত নামে পুলিশ।
advertisement
6/6
সেরকমই রানাঘাট পুলিশ জেলার সাতটি থানা এলাকার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে মোট ১১ জন ব্যক্তিকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। জাল সিম কার্ডের বিরুদ্ধে এরকম অভিযান আরও চলবে বলেই পুলিশ সূত্রে খবর। (তথ্য- Mainak Debnath)