TRENDING:

ঘরবন্দি হয়েই শিখে ফেলুন ফটোগ্রাফি, Nikon নিয়ে এল দারুণ সুযোগ

Last Updated:
এবার বাড়িয়ে বসেই বিনামুল্যে ফটোগ্রাফি সেখা সুজগ দিচ্ছে Nikon
advertisement
1/5
ঘরবন্দি হয়েই শিখে ফেলুন ফটোগ্রাফি, Nikon নিয়ে এল দারুণ সুযোগ
করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে দেশজুড়ে এখন লকডাউন চলছে। সবাই বাড়িতে বসে। বন্ধ হয়েছে সমস্ত পরিবহণ ব্যবস্থা। বাড়িতে বসে সময় কাটানোর জন্য গান গাইছে, কেউ আঁকছে, কেউ কবিতা লিখছে। এবার বাড়িয়ে বসেই বিনামুল্যে ফটোগ্রাফি সেখা সুজগ দিচ্ছে Nikon।
advertisement
2/5
জীবনের প্রতিটি মুহূর্তের সঙ্গে অজান্তেই জড়িয়ে যাচ্ছে ফটোগ্রাফি। বর্তমানে এমন মানুষের সংখ্যা খুবই কম যারা ছবি তুলতে ভালোবাসেন না। আর উন্নত প্রযুক্তি আর স্মার্টফোনের যুগে এখন সকলেই ফটোগ্রাফার। যাঁরা মুহূর্তকে লেন্সবন্দি করতে ভালবাসেন, তাঁরা নিশ্চয়ই চান, তাঁদের তোলা ছবিটি হয়ে উঠুক পিকচার পারফেক্ট।
advertisement
3/5
লকডাউনের মাঝেই ফটোগ্রাফাদের জন্য দারুন সুযোগ নিয়ে এল Nikon। কোম্পানির ওয়েবসাইটে গিয়ে ছবি তোলার বেসিক টিউটোরিয়াল থেকে শুরু করে ভিডিয়ো বানানো পর্যন্ত, সব রকমের অনলাইন কোর্স আপনি শিখে নিতে পাড়বেন বাড়িতে বসেই, এই সব কিন্তু বিনামুল্যে।
advertisement
4/5
সাধারণত Nikon-এর এই ক্লাসের জন্য খরচা করতে হয় ১৫ মার্কিন ডলার থেকে প্রায় ৫০ মার্কিন ডলার (ভারতীয় মূদ্রায় যা প্রায় ৪ হাজার টাকা)। কিন্তু ৩০ এপ্রিল পর্যন্ত আপনি এই সব শিখে নিতে পারবেন একেবারে বিনামূল্যেই। কোম্পানির ওয়েবসাইটে গিয়ে নিজের নাম, দেশ ও ইমেল উল্লেখ করে আপনি অনলাইন ক্লাসে যোগ দিয়ে পাড়বেন।
advertisement
5/5
জিজের ক্যামেরা না থাকলেও আপনি শিখে নিতে পাড়বেন। এই অনলাইন ক্লাসে পোট্রেট, ল্যান্ডস্কেপ ফটোগ্রাফি, ম্যাক্রো ফটোগ্রাফি-সহ বিভিন্ন ধরনের ছবি তোলা শেখান হবে।
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
ঘরবন্দি হয়েই শিখে ফেলুন ফটোগ্রাফি, Nikon নিয়ে এল দারুণ সুযোগ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল