Cooler in Monsoon: ভ্যাপসা গরমে কুলার অচল? এই ৩ কৌশলে মুহূর্তে ঘর হবে এসির মতোই শীতল! জানুন পদ্ধতি
- Published by:Ananya Chakraborty
- Reported by:Trending Desk
Last Updated:
বর্ষার মরশুমেও হয় আর এক সমস্যা। টানা বৃষ্টিতে গরমের জ্বালা থেকে আরাম মেলে ঠিকই, কিন্তু বাতাসে আর্দ্রতার পরিমাণ এতটাই বেড়ে যায় যে, এক অদ্ভুত অস্বস্তির অনুভূতি থেকেই যায়।
advertisement
1/7

গ্রীষ্মের দাবদাহে এয়ার কন্ডিশনার এবং কুলার ছাড়া আমাদের এক মুহূর্তও চলে না! আসলে সূর্যের প্রখর তাপে এসি কিংবা কুলারের ঠান্ডা হাওয়াই আরাম বা স্বস্তি দিতে পারে। ফলে সকলেই একটু বৃষ্টির জন্য হা-পিত্যেশ করে থাকেন। কিন্তু আবার বর্ষার মরশুমেও হয় আর এক সমস্যা।
advertisement
2/7
টানা বৃষ্টিতে গরমের জ্বালা থেকে আরাম মেলে ঠিকই, কিন্তু বাতাসে আর্দ্রতার পরিমাণ এতটাই বেড়ে যায় যে, এক অদ্ভুত অস্বস্তির অনুভূতি থেকেই যায়।
advertisement
3/7
আসলে আবহাওয়া আচমকাই বদলে যাওয়ার কারণে এসি-র ঠান্ডা হাওয়াতেও কাঁপুনি ধরে। ফলে সেক্ষেত্রে কাজে আসে কিন্তু কুলার। কিন্তু তা সত্ত্বেও আর্দ্রতার সমস্যার হাত থেকে মুক্তি পাওয়া যায় না। এমন পরিস্থিতিতে আজকের প্রতিবেদনে আমরা কুলার ব্যবহার করার এমন কিছু কৌশল সম্পর্কে আলোচনা করব, যা অনায়াসে আর্দ্রতা থেকে মুক্তি দেবে।
advertisement
4/7
বেকিং সোডা: কুলারের ঠান্ডা বাতাসেও আর্দ্রতার অনুভূতি হলে বেকিং সোডার কৌশলটি অত্যন্ত কার্যকর হবে। এর জন্য একটি কাপড়ে কিছু বেকিং সোডা বেঁধে একটি পুঁটলি বানিয়ে নিতে হবে। তারপর সেটি ঘরের যে কোনও জায়গায় ঝুলিয়ে রাখতে হবে এবং কুলারটি অন করতে হবে। এই কৌশলটি অবলম্বন করলে কুলারের কারণে হওয়া চিটচিটে ভাব এবং আর্দ্রতা দূর হবে।
advertisement
5/7
পাখা চালিয়ে রাখতে হবে: বর্ষার দিনে যখন বাতাসে আর্দ্রতার পরিমাণ বৃদ্ধি পায়, তখন কেবল একটি কুলার চালিয়ে রাখলেই সমস্যার সমাধান হবে না। এই আর্দ্রতার সমস্যা এড়াতে কুলারের সঙ্গে সঙ্গে একটি ফ্যান চালিয়ে রাখতে হবে। এছাড়াও একটি এক্সজস্ট ফ্যানও চালিয়ে রাখা যেতে পারে। এর পাশাপাশি যদি ঘরে জানলা থাকে, তাহলে সেটিও খুলে দিতে হবে। এতে ঘরে টাটকা বাতাসের আনাগোনা হবে এবং আর্দ্রতাও বেরিয়ে যেতে পারবে।
advertisement
6/7
কুলার চালানোর সঠিক কৌশল: আর্দ্রতা দূর করতে কুলার চালানোর সঠিক পদ্ধতি জানা জরুরি। প্রথমত, ফুল স্পিডে কুলার চালাতে হবে। যদি বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকে, তাহলে জল ছাড়াই কুলার চালানো যেতে পারে। আসলে কুলারের মোটেল বাতাসে আর্দ্রতা বাড়িয়ে দেয়, যা আর্দ্রতা কমানোর পরিবর্তে আরও বেশি সমস্যা বয়ে আনে। এমন পরিস্থিতিতে জল ছাড়াই কুলারটি চালাতে হবে।
advertisement
7/7
এসি-র থেকেও কাজ করবে ভাল: অনেকেই হয়তো জানেন না যে, কুলারটি এয়ার কন্ডিশনারের তুলনায় আরও ভাল কাজ করতে পারে। এর জন্য শুধু কুলারটি জানলার কাছে রাখতে হবে। যাতে বাইরের তাজা বাতাসও কুলার থেকে নির্গত বাতাসের সঙ্গে সঙ্গে ঘরে খেলে বেড়াতে পারে।