TRENDING:

Cool Roof Technology: বাইরে তীব্র তাপপ্রবাহ চলছে, চিন্তা নেই! এই টোটকাতে এসি-কুলার ছাড়াই ঘর থাকবে বরফের মতো ঠান্ডা

Last Updated:
Cool Roof টেকনোলজি কী? কীভাবে এটি কাজ করে? জেনে নেওয়া যাক এই বিষয়ে। 
advertisement
1/6
বাইরে তীব্র তাপপ্রবাহ চলছে, চিন্তা নেই! এই টোটকাতে এসি-কুলার ছাড়াই ঘর থাকবে বরফের মতো ঠান
রাজধানী শহরের সমস্ত সরকারি ভবন এবং বাস টার্মিনালে Cool Roof টেকনোলজি ব্যবহার করার সিদ্ধান্ত নিল দিল্লি সরকার। এই প্রযুক্তির মাধ্যমে যাত্রী এবং সরকারি ভবনের কর্মচারীরা গরমের তীব্র তাপদাহতেও শীতের মতো ঠান্ডা অনুভব করতে পারবেন। শহরের কাশ্মীরি গেট এবং দিল্লি সেক্রেটারিয়েটের বিবেকানন্দ বাস টার্মিনাল, আনন্দ বিহার বাস টার্মিনাল, মহারাণা প্রতাপ বাস টার্মিনালেই Cool Roof টেকনোলজি ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। জেনে নেওয়া যাক এই বিষয়ে।
advertisement
2/6
Cool Roof টেকনোলজি কী? Cool Roof টেকনোলজিতে ছাদটা এমন ভাবে তৈরি করা হয়, যাতে সূর্য থেকে আসা বেশিরভাগ আলোটাই প্রতিফলিত করে দিতে পারে এটি। এই ভাবে, সরাসরি রোদ থেকে ছাদ আর তাপ শোষণ করে না। আর তার জেরে বিল্ডিং বা বাড়ির তাপমাত্রা থাকে কম। আসলে এই প্রযুক্তি সাধারণ ছাদের তুলনায় কম তাপ শোষণ করে। আর সাধারণ ছাদ কিন্তু বেশি তাপ শোষণ করার ফলে গোটা বাড়িটাই গরম হয়ে যায়।
advertisement
3/6
এই প্রযুক্তিতে আসলে ছাদের উপর একটি বিশেষ উপাদানের প্রলেপ দেোয়া হয়। যা সূর্যালোকে উপস্থিত অতিবেগুনি রশ্মি বা ইউভি রশ্মি প্রতিফলিত করতে সক্ষম। ঠান্ডা ছাদ প্রচুর পরিমাণ তাপ প্রতিফলিত করতে পারে। যা যা দ্রুত শোষিত তাপ বাতাসে নির্গত করে। ফলে সাধারণ ছাদের তুলনায় Cool Roof টেকনোলজি ব্যবহার করে বানানো ছাদ বেশি ঠান্ডা থাকে।
advertisement
4/6
এই প্রযুক্তির সুবিধা: Cool Roof টেকনোলজির ব্যবহার করার ফলে ঘর ঠান্ডা থাকে। ফলে এসি বা শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র ব্যবহার করার কোনও রকম প্রয়োজন পড়ে না। যার জেরে বিদ্যুৎও সাশ্রয় হয়। এর পাশাপাশি এই প্রযুক্তি পরিবেশের তাপ কমাতেও অনেকাংশে সাহায্য করে। কম তাপ শোষণের কারণে বাড়ি কিংবা বিল্ডিংয়ের ভিতরের অংশ বা বাড়ির ঘরগুলি ঠান্ডাই থাকে।
advertisement
5/6
কীভাবে এটি কাজ করে? সাধারণ ছাদকে শীতল ছাদে রূপান্তরিত করতে বা ঠান্ডা করতে ফাইবারগ্লাস ওয়েব দিয়ে তৈরি অ্যাসফল্ট শিঙ্গল ব্যবহার করা হয়। এতে ফাইবারগ্লাসের উপর সেরামিক কোটিং দেওয়া হয়, যা সূর্য থেকে আসা গরম রশ্মিকে প্রতিফলিত করে। এর পাশাপাশি একাধিক জায়গায় কাঠের শিঙ্গল, পলিমার শিঙ্গল, মাটির টাইলস, কংক্রিট টাইলস, স্লেট টাইলস ব্যবহার করা হয়।
advertisement
6/6
শুধু তা-ই নয়, মেটাল শিঙ্গল অথবা টাইলসও এক্ষেত্রে ব্যবহার করা হয়। সূর্য রশ্মি প্রতিফলিত করার পাশাপাশি এই শিঙ্গলগুলি ছাদের উপরের ইনস্যুলেটর হিসেবে কাজ করে। যা তাপকে বিল্ডিংয়ের দেওয়াল বা ছাদের সংস্পর্শে আসতে বাধা দেয়। ফলে ঘরও থাকে ঠান্ডা।
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
Cool Roof Technology: বাইরে তীব্র তাপপ্রবাহ চলছে, চিন্তা নেই! এই টোটকাতে এসি-কুলার ছাড়াই ঘর থাকবে বরফের মতো ঠান্ডা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল