TRENDING:

এসি অনলাইন কেনা ভাল? নাকি অফলাইন! জানা থাকলে টাকা বাঁচে, সুবিধাও অনেক

Last Updated:
Air Conditioner online purchase: গরমের সময় এসি কেনার হিড়িক পড়ে। বহু মানুষ গরমে নাজেহাল হয়ে শেষমেশ এসি কেনার পরিকল্পনা করে ফেলেন। তবে এসি কেনার আগে কয়েকটি জিনিস মাথায় রাখতে হয়। সবার আগে জেনে রাখা ভাল, এসি অনলাইনে কিনলে কী কী অসুবিধার সম্মুখীন হতে হবে!
advertisement
1/9
এসি অনলাইন কেনা ভাল? নাকি অফলাইন! জানা থাকলে টাকা বাঁচে, সুবিধাও অনেক
অনেকেই দাবি করেন, আজকাল এসির দাম অনলাইনে অনেকটা কম। তবে এখনও বহু মানুষ কিন্তু অফলাইনেই এসি কেনেন।
advertisement
2/9
ফ্লিপকার্ট ও অ্যামাজনের মতো অনলাইন শপিং সাইটগুলিতে সেল-এর সময় অনেক সস্তায় বিভিন্ন সংস্থার এসি বিক্রি হয়। এক, দেড় বা ২ টনের এসিতে ছাড় পাওয়া যায়।
advertisement
3/9
গরমের সময় এসি কেনার হিড়িক পড়ে। বহু মানুষ গরমে নাজেহাল হয়ে শেষমেশ এসি কেনার পরিকল্পনা করে ফেলেন। তবে এসি কেনার আগে কয়েকটি জিনিস মাথায় রাখতে হয়।
advertisement
4/9
অনলাইনে এসি কেনার কিছু সুবিধা রয়েছে। আবার অসুবিধাও রয়েছে। ঠিক একইভাবে অফলাইনে এসি কেনারও কিছু সুবিধা রয়েছে।
advertisement
5/9
অফলাইনে এসি কিনলে আপনি সশরীরে গিয়ে এসি ফিচার সম্পর্কে জানতে পারবেন। এমনকী দর-দাম করারও সুযোগ থাকবে আপনার কাছে।
advertisement
6/9
অনেকেরই এসি চললে কতটা আওয়াজ করে তা জানার আগ্রহ থাকে। সেটা কিন্তু এসি অফলাইন কিনলে যাচাই করা যায়। এমনকী ডিজাইন ও এসির আকারও দেখে নিতে পারবেন।
advertisement
7/9
এছাড়া অফলাইনে এসি কিনলে টেকনিশিয়ান-এর থেকে ফিচার সম্পর্কে জানতে পারবেন। এমনকী আপনার ঘরের আকার অনুযায়ী কত টন এসি কিনবেন, সেটি সম্পর্কেও পরামর্শ নিতে পারবেন।
advertisement
8/9
অনলাইন-এর ক্ষেত্রে আপনি এসি-র অনেক মডেল-এর অপশন পাবেন। এমনকী অনেক সময় বহু সংস্থা লেটেস্ট মডেল অনলাইনে লঞ্চ করে।
advertisement
9/9
বেশিরভাগ ক্ষেত্রেই আপনি অনলাইনে অনেক বেশি অফার পাবেন। ফলে এসি কেনার ক্ষেত্রে দামটা কম পড়তে পারে।
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
এসি অনলাইন কেনা ভাল? নাকি অফলাইন! জানা থাকলে টাকা বাঁচে, সুবিধাও অনেক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল