TRENDING:

E-Cycle: একবারের ইনভেস্টমেন্ট, তাও অনেক সস্তা! জীবনভর জলের দরে চলবে এই দু’চাকা

Last Updated:
নামমাত্র সাইকেলের দামেই এই ই-সাইকেল খরচা বাঁচিয়ে করবে মুশকিল আসান!
advertisement
1/7
একবারের ইনভেস্টমেন্ট, তাও অনেক সস্তা! জীবনভর জলের দরে চলবে এই দু’চাকা
একদম সাইকেলের দামেই এবার পাওয়া যাবে ভারতের বিখ্যাত টু-হুইলার নির্মাতা কোম্পানির ইলেকট্রিক সাইকেল
advertisement
2/7
সাধারণ মধ্যবিত্তের নাগালে রাখা বাজেটের মধ্যেই এবার এই সাইকেল ব্যবহার করেই করতে পারবেন বাজার হাট , টিউশন সহ কাছাকাছি দূরত্বের সব ধরনের কাজ
advertisement
3/7
বর্তমান সময়ে যেখানে ইলেকট্রিক টু-হুইলারের ক্রেজ বাড়ছে, সেই জায়গায় দাঁড়িয়ে বাজার ধরতেই এমন ই সাইকেল আনার ভাবনা
advertisement
4/7
কোম্পানি এই সাইকেলে ব্যবহার করেছে শক্তিশালী ও বড় ব্যাটারী প্যাকের। যার ফলে স্বল্প দূরত্বের চেয়ে কোন জায়গায় পৌঁছে যাওয়া যাবে নির্ঝঞ্ঝাট ভাবে। এমনকি এই ইলেকট্রিক সাইকেলে ব্যবহৃত ব্যাটারি খুব অল্প সময়েই হয়ে যাবে চার্জ
advertisement
5/7
ইলেকট্রিক সাইকেলে থাকছে শক্তিশালী লিথিয়াম আয়ন ব্যাটারি। সম্পূর্ণ চার্জ হতে মাত্র ৩ ঘণ্টা সময় নেবে। একবার সম্পূর্ণ চার্জ হয়ে গেলে চলবে ১৫০ কিলোমিটার
advertisement
6/7
সাইকেলটি তে থাকছে ২৫০ ওয়াটের বিএলডিসি টেকনোলজির ইলেকট্রিক মোটরের সুবিধা। প্রতি ঘন্টায় সর্বোচ্চ ৪৫ কিলোমিটার বেগে ছুটতে সক্ষম হবে এই ই-সাইকেল
advertisement
7/7
বিভিন্ন সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী ভারতের বাজারে এই ইলেকট্রিক সাইকেলের দাম হতে চলেছে মাত্র ১৯ হাজার ৯৯৯ টাকা, যা কিনা মাত্র ২০০০ টাকা ডাউন পেমেন্ট করলেই বাড়ি নিয়ে যেতে পারবেন। ফলে ছোটখাটো দূরত্বের কাজের ক্ষেত্রে আর খরচ করতে হবে না গাড়ির তেল, এই আধুনিক মানের সাইকেল করবে আপনার মুশকিল আসান
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
E-Cycle: একবারের ইনভেস্টমেন্ট, তাও অনেক সস্তা! জীবনভর জলের দরে চলবে এই দু’চাকা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল