ChatGPT না কি Grok? ফ্রি ঘিবলি-স্টাইল AI পোর্ট্রেটের জন্য কোন AI চ্যাটবট বেশি জনপ্রিয়? দেখে নিন কীভাবে ছবি বানাবেন
- Published by:Ananya Chakraborty
- Reported by:Trending Desk
Last Updated:
ChatGPT vs Grok: ঘিবলি স্টাইল ChatGPT-এর নতুন ইমেজ ফিচার। প্রথমে শুধু পেইড মেম্বাররদের জন্যই ছিল। পরে ফ্রি মেম্বারদের জন্যও খুলে দেওয়া হয়। Grok অবশ্য বিনামূল্যেই এই ফিচার ব্যবহারের সুযোগ দিচ্ছে সবাইকে।
advertisement
1/7

ঘিবলি স্টাইলে ছবি আপলোডের “ধুম লেগেছে হৃদকমলে”। কাঁপছে গোটা বিশ্ব। সাধারণ মানুষ থেকে সেলেব্রিটি, রাজনীতিবিদ থেকে খেলোয়াড়, কেউ বাদ নেই। যেন নিশির ডাক। সবাই ছুটছে। আর এতে ইন্ধন যোগাচ্ছে ChatGPT এবং Grok AI।
advertisement
2/7
ঘিবলি স্টাইল ChatGPT-এর নতুন ইমেজ ফিচার। প্রথমে শুধু পেইড মেম্বাররদের জন্যই ছিল। পরে ফ্রি মেম্বারদের জন্যও খুলে দেওয়া হয়। Grok অবশ্য বিনামূল্যেই এই ফিচার ব্যবহারের সুযোগ দিচ্ছে সবাইকে। কিন্তু ইউজারের ছবি কে ভাল ঘিবলি স্টাইলে বানাতে পারছে? ChatGPT না কি Grok AI?
advertisement
3/7
বিশেষজ্ঞরা বলছেন, ঘিবলি স্টাইলে ছবি বানাতে ChatGPT-ই সেরা। তাঁরা Grok AI এবং ChatGPT-কে একই প্রম্পট দিয়েছিলেন। ঘিবলি স্টাইলে তারা ছবি বানিয়েও দিয়েছে। কিন্তু তাঁরা বলছেন, Grok কনটেক্সট বুঝতে পারছে ঠিকই কিন্তু খুঁটিনাটি ধরতে গিয়ে হিমশিম খেয়ে যাচ্ছে। অন্য দিকে, ChatGPT সেই মেধাবী ছাত্রের মতো, যে একবার বললেই সবটা বুঝে নিতে পারে। তবে ফ্রি ইউজারদের জন্য সীমা বেঁধে দিয়েছে ওপেনএআই। দিনে মাত্র ৩টি ছবিই ঘিবলি স্টাইলে বানানো যাবে।
advertisement
4/7
Grok AI কি? Grok শব্দটা এসেছে “Stranger in a Strange Land” বই থেকে। এর মানে হল, যে সব কিছু পুরোপুরি বুঝে নিতে সক্ষম। xAI ২০২৩ সালে Grok চ্যাটবট চালু করেছিল। ততদিনে অবশ্য OpenAI-এর ChatGPT ব্যাপক জনপ্রিয় হয়ে গিয়েছে।
advertisement
5/7
Grok 2 মডেল আগে রিয়েল-টাইম ওয়েব সার্চ এবং ইমেজ জেনারেশন ফিচার নিয়ে আসে। এআই বাজারে এখন তুমুল প্রতিযোগিতা। তাতে টিকে থাকতে xAI Grok 3 মডেল লঞ্চ করেছে, যা ChatGPT এবং Gemini-এর সঙ্গে টক্কর দিতে প্রস্তুত। এলন মাস্কও ঘোষণা করেছেন, এই চ্যাটবটে এখন ইমেজ এডিটিং ফিচারও থাকবে।
advertisement
6/7
স্টুডিও ঘিবলি কী? স্টুডিও ঘিবলি হল জাপানি অ্যানিমেশন ফিল্ম স্টুডিও। ১৯৮৫ সালে মিয়াজাকি হায়াও, তাকাৎসু ইসাও, এবং সুজুকি তশিও এই স্টুডিও শুরু করেন। হাতে আঁকা দুর্দান্ত সব অ্যানিমেশন ছবির জন্যই তাদের বিশ্বজোড়া নামডাক। পাশাপাশি গল্প বলার মুন্সিয়ানাও তাক লাগানোর মতো।
advertisement
7/7
ঘিবলির সেরা ছবির মধ্যে রয়েছে ‘নেবার টোটোরো’, ‘স্পিরিটেড অ্যাওয়ে’, ‘হাউল’স মুভিং ক্যাসল’, ‘কিকির ডেলিভারি সার্ভিস’, ‘প্রিন্সেস মোনোনোকি’ এবং আরও অনেক নাম। এই সব অ্যানিমেশন সিনেমার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল, তাদের স্বপ্নময় দৃশ্য এবং হালকা রঙের ব্যবহার, যা দেখতে খুবই মিষ্টি লাগে।