Chandrayaan 3: চাঁদের দেশে পাড়ি! 'চন্দ্রযান' নামের নেপথ্যে রয়েছে বিশেষ কারণ, জেনে নিন
- Published by:Sanchari Kar
- news18 bangla
Last Updated:
Chandrayaan 3: শ্রীহরিকোটার সতীশ ধওয়ান স্পেস সেন্টারের লঞ্চিং প্যাড থেকে উৎক্ষেপন করা হয় ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর চন্দ্রযান-৩।
advertisement
1/5

অপেক্ষার অবসান। শুক্রবার ঘড়ির কাঁটা ধরে ২টো ৩৫ মিনিটে চাঁদের উদ্দেশে পাড়ি দিল চন্দ্রযান-৩। শ্রীহরিকোটার সতীশ ধওয়ান স্পেস সেন্টারের লঞ্চিং প্যাড থেকে উৎক্ষেপন করা হয় ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর চন্দ্রযান-৩। ৪০ দিন পর চাঁদে অবতরণ করবে এটি। আপাতত সেই অপেক্ষায় দিন গুনছে সকলে।
advertisement
2/5
অতীতে চন্দ্রযান-১, চন্দ্রযান-২-এর অভিযানের কথা সকলেরই জানা। কিন্তু এই 'চন্দ্রযান' নামটির নেপথ্যের কারণটি কি জানেন? সংস্কৃততে চন্দ্র অর্থাৎ চাঁদ। 'যান' অর্থাৎ যানবাহন। দুইকে মিলিয়ে হয়েছে 'চন্দ্রযান'।
advertisement
3/5
'চন্দ্রযান' নামটির প্রবর্তন করে ইসরো। এই নামটি মনে রাখা সহজ। পাশাপাশি এই নামের মধ্যে ভারতীয় সংস্কৃতি ফুটে উঠেছে।
advertisement
4/5
গগনযান, মঙ্গলযান, আদিত্য- নামকরণের ক্ষেত্রে বেশির ভাগ ক্ষেত্রেই ভারতীয় দেবদেবী বা জ্যোতির্বিজ্ঞানীদের কথা মাথায় রাখা হয়। যেমন ভারতের প্রথম উপগ্রহের নাম ছিল 'আর্যভট্ট'।
advertisement
5/5
বলা হয়, ভারতীয় সংস্কৃতিকে উদযাপন এবং আগামী দিনের বিজ্ঞানী, ইঞ্জিনিয়ারদের উজ্বুদ্ধ করতে নাকি এমন নামকরণ করা হয়।