চলতে চলতে ফ্যানের স্পিড কমে গিয়েছে? নতুন এর মতো ঝড়ের গতির জন্য করুন এই কাজ
- Published by:Ananya Chakraborty
Last Updated:
গরমে তো পাখা ছাড়া থাকা যাবে না, তাহলে পাখার স্পিড ঠিক রাখা যাবে কী করে? জেনে নেওয়া যাক সেই গূঢ় কৌশলই
advertisement
1/8

খাতায়-কলমেই যা মধুমাস, বসন্তের উত্তাপের সঙ্গে গ্রীষ্মের কোনও তফাত প্রায় নেই বললেই চলে! এই অবস্থায় পাখা বন্ধ করে রাখার প্রশ্নই ওঠে না। তবে এটাও ঠিক যে একটানা চালালে একটা সময়ে এসে পাখার স্পিড কমবেই- এই ঘটনার ভুক্তভোগী আমরা সকলেই।
advertisement
2/8
এখন প্রশ্ন হল, গরমে তো পাখা ছাড়া থাকা যাবে না, তাহলে পাখার স্পিড ঠিক রাখা যাবে কী করে? জেনে নেওয়া যাক সেই গূঢ় কৌশলই ঘোরতর গরম পড়ে যাওয়ার আগেই, তাহলেই গ্রীষ্মে পাখার ঢিমে গতি কষ্টে ফেলতে পারবে না।
advertisement
3/8
পাখার স্পিড কমে যাওয়ার সবচেয়ে বড় কারণ হল এর ক্যাপাসিটার। এই ছোট্ট যন্ত্রাংশটির উপরেই নির্ভর করে পাখার গতি। ক্যাপাসিটার পুরনো হয়ে গেলে তাই পাখার স্পিড কমবেই। এক্ষেত্রে ওটা বদলে নিলেই পাখা আবার নতুন অবস্থার মতো স্পিড তুলতে পারবে, ঘর ভরে যাবে হাওয়ায়। বেশিরভাগ ক্ষেত্রেই পুরনো পাখার স্পিড বাড়াতে ইলেকট্রিশিয়ানরাও ক্যাপাসিটার বদলানোর পথ বেছে নেন।পাসিটর পরিবর্তন করুন। এর ক্যাপাসিটর পরিবর্তন করা হলে এটি আবার নতুন ফ্যানের মতো দ্রুত চলতে শুরু করবে। আর এর জন্য কিন্তু বাইরে থেকে লোক ডাকার প্রয়োজন পরে না। আপনি নিজেও এটি পরিবর্তন করতে পারেন।
advertisement
4/8
খরচও আহামরি কিছু হয় না। তবে ফ্যানের নাটবল্টু ঢিলে থাকলে বা এর সবকটা ব্লেড পরস্পরের সঙ্গে সামঞ্জস্য রেখে এক কোণে না থাকলেও স্পিড কমে যায়। তাই এবার গরম পুরোপুরি পড়ে যাওয়ার আগে সার্ভিসিংয়ের সময়ে এই দুই বিষয় মাথায় রাখা দরকার।
advertisement
5/8
অবশ্য, শুধু ক্যাপাসিটার বা ব্লেডের অবস্থান বা নাটবল্টু শক্ত আছে কি না- শুধু এটুকুই দেখলে চলবে না। পাখার তার যদি ঠিক না থাকে, তাহলেও স্পিড কমে যেতে পারে। পাখা ধীরে ঘুরতে শুরু করতে পারে নিয়মিত অয়েলিং করা না হলেও। তাই এবার সার্ভিসিংয়ের সময়ে ইলেকট্রিশিয়ানকে তারগুলো পরীক্ষা করার কথাও বলতে হবে। সেই সঙ্গে দরকার মতো অয়েলিং বা গ্রিজ লাগিয়ে নেওয়া দরকার প্রয়োজনীয় ইংশে, যাতে পাখা নির্বিঘ্নে ঘুরে ঘরে শীতল হাওয়ার ঝড় তুলতে পারে।
advertisement
6/8
পাখার সার্ভিসিংয়ের কথাই যখন হচ্ছে, তখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টির উল্লেখ না করলেই নয়। আমরা অনেকেই গরম পড়ে যাওয়ার আগে পাখা পরিষ্কার করাই ঠিকই, তবে এই সার্ভিসিংয়ের ব্যাপারটা বেশিরভাগ ক্ষেত্রেই ব্লেড আর হাঁড়ি চকচকে করাতেই সীমিত থাকে।
advertisement
7/8
যতক্ষণ পর্যন্ত না পাখা থেকে বিকট কোনও আওয়াজ বেরোচ্ছে না বা পাখার গতি কম হয়ে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমরা পাখা সার্ভিসিংয়ের কথা ভাবি না। আর এখানেই সবচেয়ে বড় ভুল হয়ে যায়। তাই নিয়ম করে প্রতি বছর সার্ভিস করালে পাখার স্পিড একেবারে নতুনের মতেই থাকবে।
advertisement
8/8
সব শেষে যা বললেই নয়- আসলে তো পাখা চালানোর জন্য আমাদের নির্ভর করতে হয় বিদ্যুতের উপরে, ফলে এর সরবরাহে সমস্যা থাকলেও তা পাখার গতিকে প্রভাবিত করে। যদি লাইনে ট্রিপিংয়ের সমস্যা থাকে, অর্থাৎ ভোল্টেজ ফ্লাকচুয়েট করার সমস্যা, তাহলে সেই সময়টুকুতে পাখা বন্ধ করে রাখাই উচিত হবে। অন্যথায় একবার গতি কমে যাওয়া, ফের অতর্কিতে বেড়ে যাওয়ার ব্যাপারটা পাখার কলকবজায় চাপ ফেলবে এবং ধীরে ধীরে গতি কমিয়ে এনে একেবারেই তা খারাপ করে দেবে। ফলে, গরম লাগলেও এই বিষয়েও একটু মনোযোগী হওয়া প্রয়োজন তো বটেই!