Ceiling Fan: সিলিং ফ্যান লাগানোর সঠিক নিয়ম জানেন তো? দারুণ হাওয়া ও নতুন রাখতে জানুন টিপস!
- Published by:Piya Banerjee
- news18 bangla
- Written by:Trending Desk
Last Updated:
Ceiling Fan: সিলিং ফ্যান ইনস্টল করার সময় যদি নিয়মের ভুল হয়, তবেই খুব জলদি খারাপ হয় ফ্যান। কমে যায় বাতাস। জানুন সঠিক নিয়ম!
advertisement
1/6

গ্রীষ্মের মরশুম তো প্রায় চলেই এল। এই সময় বাইরে থেকে ঘরে ঢুকেই প্রথমে সিলিং ফ্যান চালিয়ে একটু হাওয়া খেয়ে নিলে প্রাণটা যেন জুড়িয়ে যায়! এ-ছাড়া বর্ষার দিনে মশার কামড় থেকেও রক্ষা করে সিলিং ফ্যান! ফলে বোঝাই যাচ্ছে, গ্রীষ্মপ্রধান দেশগুলিতে সিলিং ফ্যানের গুরুত্ব কতটা! আজকাল আবার ফ্যাশনদুরস্ত সিলিং ফ্যানও বাজারে এসে গিয়েছে। যা ইনস্টল করলে অন্দরসজ্জায় একটা আলাদা মাত্রা যোগ হয়। তবে অনেক সময়ই সিলিং ফ্যান নষ্ট হয়ে যেতে দেখা যায়। আর এর জন্য় কিন্তু দায়ী আমাদের ছোট ছোট কিছু ভুল। তাই ঘরের সিলিং ফ্যানগুলিকে ঠিক রাখার ক্ষেত্রে ভুল এড়িয়ে চলতে হবে এবং আমাদের কিছু পদক্ষেপও গ্রহণ করতে হবে। যাতে দীর্ঘ সময় ধরে কোনও ঝামেলা ছাড়াই সিলিং ফ্যান ব্যবহার করা যেতে পারে। (photo source collected)
advertisement
2/6
প্রথমত এক জন পেশাদার ইলেকট্রিশিয়ান দ্বারাই সিলিং ফ্যান ইনস্টল করানো আবশ্যক। না হলে ফ্যানের ত্রুটি দেখা দিতে পারে। এখানেই শেষ নয়, নজর দেওয়া উচিত মেঝে থেকে সিলিং ফ্যানের দূরত্বের উপরেও। এটাও পাখার সুরক্ষার উপরে গভীর প্রভাব ফেলে। (photo source collected)
advertisement
3/6
দারুন এফিশিয়েন্সি এবং নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য মেঝে থেকে সিলিং ফ্যানের দূরত্ব কমপক্ষে ৭ ফিট হওয়া জরুরি। এই দূরত্ব বজায় রেখে তবেই ফ্যান ইনস্টল করাতে হবে। তাই পাখা কেনার সময় মেঝে এবং দেওয়াল থেকে সিলিংয়ের দূরত্ব জানা আবশ্যক।(photo source collected)
advertisement
4/6
যেসব ঘরের সিলিং অনেক উঁচু, সেই সব ঘরে সাধারণত ডাউনরড সিলিং ফ্যান লাগানো উচিত। আবার যেসব ঘরের সিলিং আট ফিটের থেকেও কম, সেই সব ঘরে লো-প্রোফাইল সিলিং ফ্যান ইনস্টল করতে হবে। আবার দেওয়ালের দূরত্ব হিসেব করলে বলা যায় যে, দেওয়াল থেকে কম করে ১৮ ইঞ্চি দূরে সিলিং ফ্যান থাকা বাঞ্ছনীয়।(photo source collected)
advertisement
5/6
এ-ছাড়া ময়লা এবং রক্ষণাবেক্ষণের অভাবেও সিলিং ফ্যান খারাপ হয়ে যেতে পারে। তাই ফ্যানের ইন্টারনাল এবং এক্সটার্নাল অংশ নিয়মিত পরিষ্কার করতে হবে। সেই সঙ্গে সিলিং ফ্যানের নিয়মিত পরীক্ষা-নিরীক্ষা, মেরামতি এবং রক্ষণাবেক্ষণও অত্যন্ত গুরুত্বপূর্ণ। ছোট ঘরের জন্য একটি ছোট সিলিং ফ্যানের প্রয়োজন। বড় ঘরগুলির জন্য আবার বড় সিলিং ফ্যানের প্রয়োজন হয়। (photo source collected)
advertisement
6/6
কিন্তু তার মানে কি এই যে, ছোট ঘরে বড় একটা বৈদ্যুতিক সিলিং ফ্যান থাকতে পারে না? আসলে ছোট ঘরে বড় ফ্যান ব্যবহার করতে চাইলে খেয়াল রাখতে হবে যে, ফ্যান ব্যবহার করার সময় যেন কোনও বাধা না আসে। অর্থাৎ ফ্যান ইনস্টল করার সময় এটা দেখে নিতে হবে, ফ্যানের চারপাশে যেন এমন কিছু না থাকে, যা পাখা ঘোরার কিংবা বায়ু প্রবাহের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াতে পারে। (photo source collected)